Breaking News
Home >> Breaking News >> কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের জেলা যুব শিবিরে আয়োজিত নকল যুব সংসদ

কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের জেলা যুব শিবিরে আয়োজিত নকল যুব সংসদ

স্টিং নিউজ সার্ভিসঃ কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রকের নেহরু যুব কেন্দ্র দক্ষিণ কলকাতা, রাষ্ট্রসংঘ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এন. এস. এস ইউনিটের সম্মিলিত উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃণ্ময়ী মধুসূদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল দুইদিনব্যাপী শিক্ষামূলক জেলা যুব শিবির| দক্ষিণ কলকাতার বিভিন্ন কলেজ- বিশ্ববিদ্যালয়ের শতাধিক যুবক যুবতির অংশগ্রহণে এই শিবিরে বিতর্ক এবং নকল যুব সংসদ আয়োজন করা হয়| বিতর্কের বিষয়বস্তু ছিল ‘জাতীয় এবং রাজ্যের শিক্ষাব্যবস্থার পরিকাঠামো কতটা সন্তোষজনক’ এবং ‘জাতীয়তাবাদ ও আঞ্চলিকতাবাদ’| শিক্ষাব্যবস্থা বিতর্কে জাতীয় শিক্ষাবিল ও জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সমান শিক্ষাব্যবস্থার পক্ষে জোরালো সওয়াল ওঠে| এছাড়া আয়োজিত জাতীয় এবং রাজ্য বিধানসভার আদলে গঠিত নকল সংসদে শাসক- বিরোধীর বিতর্কে উত্থাপিত হয় নোটবন্দী- জিডিপি- মুদ্রাস্ফীতির মত কেন্দ্রীয় ইস্যু এবং সেতু বিপর্যয়- শিক্ষা ও স্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ রাজ্য সংক্রান্ত ইস্যু| সমগ্র অনুষ্ঠানটির বিচারকমণ্ডলীর মধ্যে ছিলেন চারুচন্দ্র কলেজের অধ্যাপক বিমলশংকর নন্দ এবং প্রাক্তন অধ্যাপক অচিন্ত্যম চ্যাটার্জী| অনুষ্ঠানের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রের পশ্চিমবঙ্গ রাজ্য অধিকর্তা নবীন নায়েক, রাষ্ট্রসঙ্ঘের ইউ. এন. ডি. পি শাখার সদস্য ঋষি বনশল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জেলা যুবকল্যাণ বিভাগের সদস্য বাপ্পা মল্লিক এবং নেহরু যুব কেন্দ্রের দক্ষিণ কলকাতার জেলা আধিকারিক রঘুমণি চট্টোপাধ্যায়।

এছাড়াও চেক করুন

অস্থায়ী রুপে সরকারী স্বীকৃতি দেওয়ার দাবীতে সরব পশ্চিমবঙ্গ তৃণমূল অস্থায়ী শিক্ষাকর্মী ও শিক্ষক সমিতি

মনিরুল হক, কোচবিহারঃ অস্থায়ী রুপে সরকারী স্বীকৃতি দেওয়ার দাবীতে সরব হল পশ্চিমবঙ্গ তৃণমূল অস্থায়ী শিক্ষাকর্মী …

Leave a Reply

Your email address will not be published.