Breaking News
Home >> Breaking News >> খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু মাথাভাঙ্গার হাসপাতাল পাড়ায়

খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু মাথাভাঙ্গার হাসপাতাল পাড়ায়


মনিরুল হক, কোচবিহারঃ খুঁটি পুজোর মাধ্যমে মাথাভাঙ্গার হাসপাতাল পাড়া ইউনিটের সার্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হল। আজকে এই খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কল্যাণী পোদ্দার, মাথাভাঙ্গা পুরসভার ভাইস চেয়ারম্যান চন্দন দাস, হাসপাতাল পাড়া ইউনিটের সভাপতি বিজয় ঘোষ, ,সম্পাদক বাদল রায়, যুগ্ম সম্পাদক রতন দাস।

সম্পাদক বাদল রায় বলেন, মাথাভাঙ্গা শহরের পুজোগুলির মধ্যে অন্যতম হল হাসপাতাল পাড়ার পূজা। প্রতি বছরই জাকজমক ভাবে এই পুজো হয়। এবার এই পুজো ৪৮ তম বর্ষে পা দিল। পুজোর থিম ডুয়ার্সের প্রাকৃতিক পরিবেশ। অত্যাধুনিক আলোক সজ্জা থাকছে। কুমোরটুলির আদলে দূর্গা প্রতিমা হবে। এবছর পুজোর বাজেট দশ লক্ষ টাকা। পুজোর কয়দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান হবে। এবারও তাদের পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে আয়োজকরা আশাবাদী।

এছাড়াও চেক করুন

মিড ডে মিলে অনিয়ম সহ নানা অভিযোগে ব্যারাকপুরে বাবনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ

সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: ব্যারাকপুর মোহনপুর পঞ্চায়েতের অন্তর্গত বাবনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রিতা বিশ্বাস রায়ের …

Leave a Reply

Your email address will not be published.