Breaking News
Home >> Breaking News >> সেবকের মংপুতে ধস,শিলিগুড়ি ও ডুয়ার্সের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

সেবকের মংপুতে ধস,শিলিগুড়ি ও ডুয়ার্সের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

বিশ্বজিৎ সরকার,স্টিংনিউজ করেসপনডেন্ট,দার্জিলিংঃ পাহাড়ে প্রবল বৃষ্টির কারনে সেভকের মংপুতে ধস। যার ফলে শিলিগুড়ি,সিকিম ও ডুয়ার্সের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রায় বন্ধ যানচলাচল। এর ফলে অসুবিধায় পরেছে পর্যটকরা।

জানা গিয়েছে রাতভোর বৃষ্টির ফলেই ধস নামে। সেভকের মংপং এর কাছে ৫০ মিটার পথে ধস নেমেছে। এর পাশাপাশি জানা গিয়েছে যে রবিবার সেবক কালিবাড়ি থেকে কিছুটা দূরে ধস পড়ে। যদিও সেই ধস কাল সরিয়ে দেওয়া হয়। এরপর ফের এদিন সকালে মংপং এর কাছে নতুন ধস পড়েছে। যদিও সকাল থেকে ধস সরানোর কাজ শুরু হয়েছে। তবে এখনো স্পষ্ট নয় যে কখন যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

এছাড়াও চেক করুন

কৈচর ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় মিছিল

গৌরনাথ চক্রবর্ত্তী, স্টিং নিউজ, কাটোয়াঃ পূর্ব-বর্ধমানের মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৈচর ১নং অঞ্চল তৃণমূল …

Leave a Reply

Your email address will not be published.