Breaking News
Home >> Breaking News >> কাটোয়ার আমডাঙ্গায় জলে ডুবে মৃত ১

কাটোয়ার আমডাঙ্গায় জলে ডুবে মৃত ১

গৌরনাথ চক্রবর্ত্তী, স্টিং নিউজ, কাটোয়াঃ
পূর্ব-বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের আমডাঙ্গা গ্রামে জলে ডুবে মারা গেলেন একব্যক্তি মঙ্গলবার রাত্রিতে।মৃতের নাম ভূতনাথ মাঝি (৫৩)।ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পরিবার ও

এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ভূতনাথ অসুস্থ ছিলেন। পক্ষাঘাতগ্রস্ত ভূতনাথ লাঠি নিয়ে কোনোরকমে চলাফেরা করতেন।প্রতিদিনকারমত আজও বিকালে কাছেই পাঁচবেড়িয়া হাটতলায় যায়।

সন্ধ্যার সময় ফিরবার সময় বেভুলে পুকুরে জলে পড়ে গিয়ে মারা যান বলে পরিবারসূত্রে জানা যায়।দীর্ঘক্ষণ বাড়ি না আসায় পরিবারের লোকজন ও পাড়াপ্রতিবেশিরা খোঁজাখুঁজি শুরু করে দেন।

খোঁজাখুঁজির সময় কাছেই পুকুরের জলে
মৃতদেহ ভাসতে দেখা যায়।সকলে মিলে জল থেকে তুলে বাড়ি আনে।ঘটনাস্থলে কাটোয়া থানার সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশ উপস্থিত হয় এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।ভূতনাথ মাঝির স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে বর্তমান।পরিবারটি খুবই দুঃস্থ।

এছাড়াও চেক করুন

ঘরে তালা মেরে বৃদ্ধা মাকে ঘরের বাইরে রেখে ঘুরতে গেলেন শিক্ষক পুত্র

সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: নিজের বৃদ্ধা মাকে ঘরের বাইরে রেখে রাজ্যের বাইরে ঘুরতে গেলো পুত্র ও পুত্রবধূ …

Leave a Reply

Your email address will not be published.