অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু সহ ৯ বিধায়ক

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিসঃ সব জল্পনার আবসান ঘটিয়ে অবশেষে শনিবার মেদিনীপুরে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে যোগ দিলেন আরও ৮ বিধায়ক। মোট ৯ জন বিধায়কের মধ্যে ৬ জন তৃণমূলের। পাশাপাশি যোগ দেন বিভিন্ন জেলা তৃণমূলের অসংখ্য নেতা।

Advertisement

এক ঝলকে দেখে নিন কারা কারা যোগ দিলেন বিজেপিতে? তারা হলেন সুদীপ মুখোপাধ্যায় (বিধায়ক, পুরুলিয়া), বিশ্বজিৎ কুণ্ডু (বিধায়ক, কালনা), সৈকত পাঁজা (বিধায়ক, পূর্ব বর্ধমান), শীলভদ্র দত্ত (বিধায়ক, ব্যারাকপুর, উত্তর ২৪ পরগণা), দীপালী বিশ্বাস (বিধায়ক, গাজোল, মালদা), সুকরা মুণ্ডা (বিধায়ক, নাগরাকাটা, জলপাইগুড়ি), শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (প্রাক্তন মন্ত্রী), সুনীল মণ্ডল (সাংসদ), দশরথ তিরকে (প্রাক্তন সাংসদ), বনশ্রী মাইতি (বিধায়ক, উত্তর কাঁথি, পূর্ব মেদিনীপুর), তাপসী মণ্ডল (বিধায়ক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর), অশোক দিন্দা (বিধায়ক, তমলুক, পূর্ব মেদিনীপুর)।

বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দু তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন। কেন্দ্রের প্রকল্পগুলিকে রাজ্য নিজের নামে চালাচ্ছে। তিনি স্লোগান তোলেন “তোলাবাজ ভাইপো হটাও।”

Advertisement