দুঃস্থদের মধ্যে শাড়ি বিতরণ ও ডায়াবেটিস চেকআপ করলো লাইন্স ক্লাব অফ মায়াপুর

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিসঃ মানবকল্যাণে এক মহতী অনুষ্ঠানের আয়োজন করলো লাইন্স ক্লাব অফ মায়াপুর। বৃহস্পতিবার নদিয়ার যোগপীঠ মন্দিরের ভিতরে নিজস্ব ক্লাব প্রাঙ্গণ থেকে ৩০০ দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি এদিন ৩০০ জনকে বিনামূল্যে ডায়াবেটিস চেক আপও করা হয়। তবে বেনিফিশারি সহ অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীর জন্য দুপুরে আহারের ব্যবস্থা রাখা হয়েছিল।

লাইন্স ক্লাব অফ মায়াপুরের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবিকা তারান্নুম সুলতানা মীর বলেন, জোন-৩ -এর অধীন ১২টি ক্লাব নিয়ে আজকের এই অনুষ্ঠান। মূল আয়োজক ছিল আমাদের লাইন্স ক্লাব অফ মায়াপুর। এদিন আমরা ৩০০ জন দুঃস্থ মানুষকে শাড়ি, বেড কভার, মশারি দিয়েছি। এছাড়াও ৩০০ জনের ফ্রি ডায়াবেটিস চেক আপ শিবির করেছি। মাস্ক এবং স্যানিটাইজারও বিতরণ করেছি।

Advertisement

জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২টি ক্লাবের কর্মকর্তারা। ছিলেন তারান্নুম সুলতানা মীর, ভক্তি কুমুদপুরী মহারাজ, নরেন মোদক, বোধবিন্দু হাওলাদার, মীর সাহিনূর হক সহ বিশিষ্ট ব্যাক্তিরা।

Advertisement