Breaking News
Home >> Breaking News >> এন.সি.সি ট্রুপের প্রশিক্ষকের দাবিতে স্কুলের অফিস রুমে তালা

এন.সি.সি ট্রুপের প্রশিক্ষকের দাবিতে স্কুলের অফিস রুমে তালা

মনিরুল হক, কোচবিহারঃ বিদ্যালয়ের এন. সি. সি ট্রুপের স্থায়ী প্রশিক্ষকের দাবি জানিয়েছিল ছাত্রছাত্রী ও অভিভাবকরা। কিন্তু স্কুল কর্তৃপক্ষের এই বিষয়ে হেলদোল নেই বলে অভিযোগ। এরই প্রতিবাদে স্কুলের অফিস কক্ষে তালা মেরে বিক্ষোভ দেখালেন অভিভাবক মঞ্চ ও ছাত্রছাত্রীরা। মাথাভাঙ্গার পারডুবি উচ্চ বিদ্যালয়ের ঘটনা।
জানা গিয়েছে, তিন বছর থেকে বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৌমেন দেব বর্মন এন. সি. সি ট্রুপের প্রশিক্ষন করিয়ে আসছেন। কিন্তু বর্তমানে তিনি ব্যক্তিগত কারণে অব্যাহতি চাইছেন। এই পরিস্থিতিতে বিদ্যালয়ের এন.সি.সি ট্রুপের প্রশিক্ষনের বিষয়ে সমস্যা দেখা দিয়েছে। সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্কুল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে।

অভিভাবক মঞ্চের পক্ষে অক্ষয় কুমার বর্মন বলেন, গত ২৩ জুলাই সোমবার এনিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। ওই দিন তিনি খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু তারপরেও সমস্যার সমাধান না হওয়ায় ফের আন্দোলন নেমেছি। আমরাও এই বিদ্যালয়ে এন. সি. সি. বাহিনী নিয়ে আমাদের দাবিতে অনর থাকবো।

এছাড়াও চেক করুন

অনুব্রতকে দেওয়া কথা রাখলেন নদিয়ার চাপড়ার তৃণমূলের ব্লক সভাপতি জেবের সেখ

সমীর রুদ্র, স্টিং নিউজ, চাপড়া: বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের সভায় চ্যালেঞ্জ জানিয়েছিলেন চাপড়া ব্লক …

Leave a Reply

Your email address will not be published.