Breaking News
Home >> Breaking News >> প্রয়াত লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়

প্রয়াত লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়া : প্রয়াত হলেন লোকসভার প্রাক্তন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৯ বছর। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই সোমবার সকাল ৮ঃ১৫ মিনিট নাগাদ প্রয়াত হন সোমনাথ চট্টোপাধ্যায়।

১৯৬৮ সালে সিপিএমে যোগদান। তারপর ১৯৭১ সালে লোকসভায় প্রথম সাংসদ হয়েছিলেন। তিনি ১০ বারের সাংসদ ছিলেন। ছিলেন লোকসভার স্প্রিকার। বাধ্যক্যমূলক রোগে দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমনাথ চট্টোপাধ্যায়-এর জন্ম ২৫ শে জুলাই, ১৯২৯ সালে অসমের তেজপুরে। পিতা নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন প্রথিতযশা ব্যারিস্টার ও রাজনীতিবিদ। একজন প্রাক্তন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ এবং ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার প্রাক্তন অধ্যক্ষ ছিলেন সোমনাথ বাবু। নিজের রাজনৈতিক জীবনের শেষ পর্বে দল থেকে বহিষ্কৃত হয়ে দলহীন সাংসদ হিসেবে লোকসভার অধ্যক্ষের দায়িত্বভার পালন করেন।

ক’দিন সঙ্কটজনক অবস্থায় ছিলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। প্রবল শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তাঁর। ভেন্টিলেশনে থাকাকালীন ফের হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। পারলেন না চিকিৎসায় আর সাড়া দিতে। সোমবার সকালে প্র‍য়াত হলেন প্রাক্তন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়। শেষ হল একটা দীর্ঘ রাজনীতি অধ্যায়।

এছাড়াও চেক করুন

প্রতিবন্ধী অধিকার আইন ২০১৬ কার্যকর করবার দাবীতে আইন অমান্য কর্মসূচী

প্রতিবন্ধী অধিকার আইন ২০১৬ কার্যকর করবার দাবীতে বিক্ষোভ ও আইন অমান্য কর্মসূচী পালন করল পশ্চিমবঙ্গ …

Leave a Reply

Your email address will not be published.