Breaking News
Home >> Breaking News >> নদীয়ার পলাশীপাড়ায় সি আই টি ইউ এর আঞ্চলিক ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটির কনভেনশন

নদীয়ার পলাশীপাড়ায় সি আই টি ইউ এর আঞ্চলিক ট্রেড ইউনিয়ন সমন্বয় কমিটির কনভেনশন

পার্থ দাস বৈরাগ্য, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, তেহট্ট নদিয়া: সোমবার সি আই টি ইউ এর আঞ্চলিক ট্রেড ইউনিয়ন সমন্বয কমিটির় কনভেনশন অনুষ্ঠিত হল পলাশীপাড়ার কমঃ মাধবেন্দু মোহান্ত স্মৃতি ভবনে। এই সভার সভাপতিত্ব করেন কমঃ পশুপতি প্রামানিক ও কমঃ ফেরদৌসী বেগম সেখ।এখানে উপস্থিত ছিলেন কমঃ এস এম সাদি,কমঃ সতীশ সরকার, কমঃ কৃষ্ণগোপাল বিশ্বাস,কমঃ সলিল কর,সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক ।

এই সভায় অসংগঠিত শ্রমিকদের নানা রকম দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। পরে উপস্থিত কর্মীদের ভিতর থেকে আঞ্চলিক কমিটি গঠিত হয়। এই কমিটিতে সর্ব সম্মতিক্রমে সভাপতি ও সম্পাদক মনোনীত হয় কমঃ গোপীনাথ বিশ্বাস ,কমঃ প্রদ্যুত বিশ্বাস।

এছাড়াও চেক করুন

প্রতিবন্ধী অধিকার আইন ২০১৬ কার্যকর করবার দাবীতে আইন অমান্য কর্মসূচী

প্রতিবন্ধী অধিকার আইন ২০১৬ কার্যকর করবার দাবীতে বিক্ষোভ ও আইন অমান্য কর্মসূচী পালন করল পশ্চিমবঙ্গ …

Leave a Reply

Your email address will not be published.