Breaking News
Home >> Breaking News >> দুধে রাবার নিয়ে চাঞ্চল্য ছড়াল নদীয়ার শান্তিপু রেল স্টেশনে

দুধে রাবার নিয়ে চাঞ্চল্য ছড়াল নদীয়ার শান্তিপু রেল স্টেশনে

নিজস্ব প্রতিবেদন, নদিয়া: ডিমে প্লাস্টিক, অাপেলে মোম এরপর এবার দুধে রাবার নিয়ে চাঞ্চল্য ছড়াল৷ ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরে রেল স্টেশনে৷ জানা যায় মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ নদিয়ার শান্তিপুর রেল ষ্টেশনের ৩ নং প্লাটফর্মে ডাউন শিয়ালদা লোকালে বেশ কয়েক জন দুধ ব্যাবসায়ী প্রতিদিন ড্রামে করে দুধ নিয়ে যায় কলকাতায়৷

সুত্রের খবর কয়েকদিন অাগে স্থানীয় এক বাসিন্দা পূজার জন্য দুধ নেয়৷ কিন্তু দুধ জাল দিয়ে বাড়িতে রেখে দেওয়া পর সকালে দেখে দুধে জমাট বেধেঁ রাবারের মতো হয়ে গেছে৷ এই ঘটনায় প্রেক্ষিতে অাজ সকালে প্লাটফর্মে ব্যাবসায়ীদের সঙ্গে বচসা বাধেঁ৷

স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় এদিন প্রায় ৫০ ড্রাম ভর্তি দুধের মধ্যে সার্ফ মেশানো হচ্ছিল। তা দেখে শান্তিপুরের মানুষজন পুলিশে খবর দেন। ঘটনায় রেল পুলিশ এসে ওই দুধ এবং ছানা পরীক্ষার জন্য পাঠানো হয় সংশ্লিস্ট দপ্তরে।এই কারনে গোয়ালা ঘোষেরা বিপাকে পড়েন। তাদের দাবী এখন এই কাজ করছিলেন আর ভুক্তভোগী হলাম আমরা সবাই।

এছাড়াও চেক করুন

প্রতিবন্ধী অধিকার আইন ২০১৬ কার্যকর করবার দাবীতে আইন অমান্য কর্মসূচী

প্রতিবন্ধী অধিকার আইন ২০১৬ কার্যকর করবার দাবীতে বিক্ষোভ ও আইন অমান্য কর্মসূচী পালন করল পশ্চিমবঙ্গ …

Leave a Reply

Your email address will not be published.