Breaking News
Home >> Breaking News >> ফের মালদায় জালনোটসহ এক যুবককে গ্রেফতার করল বৈষ্ণব নগর থানার পুলিশ

ফের মালদায় জালনোটসহ এক যুবককে গ্রেফতার করল বৈষ্ণব নগর থানার পুলিশ

বিশ্বজিৎ মন্ডল, স্টিং নিউজ করেসপনডেন্ট, মালদাঃ মালদহের কালিয়াচক থেকে আবারও উদ্ধার হল জাল নোট।প্রায় ৫০ হাজার টাকার জালনোটসহ এক যুবককে গ্রেফতার করল বৈষ্ণব নগর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত যুবক পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের নাম রিন্টু শেখ। বয়স ৩২ বছর। বাড়ি বৈষ্ণব নগর থানার চর সেহীদি গ্রামে। বুধবার রাতে বৈষ্ণব নগর নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ১৮মাইল ৩৪ নম্বর জাতীয় সড়কে হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ রিন্টু শেখ কে গ্রেফতার করে। কার হেফাজত থেকে উদ্ধার হয় ৪০ হাজার টাকার জাল নোট।

সবগুলোই ছিল ২ হাজার টাকার। ১৮ মাইল এলাকায় গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে ছিল ওই যুবক। কালিয়াচকে অন্য এক ব্যক্তির হাতে টাকা গুলি তুলে দেওয়ার কথা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এছাড়াও চেক করুন

পার্শ্ববর্তী জেলাগুলির সঙ্গে বৈঠক করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন

স্টিং নিউজ সার্ভিসঃ পার্শ্ববর্তী জেলাগুলির সঙ্গে বৈঠক করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মঙ্গলবার বর্ধমানে জেলাশাসকের …

Leave a Reply

Your email address will not be published.