Breaking News
Home >> Breaking News >> দেবীপক্ষের সূচনায় দুঃস্থ মানুষের পাশে দাড়ালেন সমাজসেবী সম্রাট তপাদার

দেবীপক্ষের সূচনায় দুঃস্থ মানুষের পাশে দাড়ালেন সমাজসেবী সম্রাট তপাদার

সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু হল মহালয়ার মাধ্যমে। সকাল থেকে মনটা শুধু উৎসব মূখর। সবাই যখন আনন্দ উৎসবে সামিল তখনই সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালেন আইনজীবী তথা সমাজসেবী সম্রাট তপাদার।

সমাজের প্রান্তিক মানুষদের নিয়ে ব্যারাকপুরের এক স্কুলে আয়োজন করলেন ইলিশ উৎসব। যেখানে প্রায় হাজারখানেক মানুষ দুপুরের খাওয়া দাওয়া করলেন একসঙ্গে বসে। এরপর তাদের হাতে নতুন জামাকাপড়ও তুলে দেন সম্রাট বাবু।
সম্রাট তপাদারকে উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অর্জুন সিং, পৌরপ্রধান উত্তম দাস, বি.এন.বসু মহকুমা হাসপাতালে সুপার সুদীপ্ত ভট্টাচার্য্য সহ বিশিষ্ট জনেরা।
সম্রাট বাবুকে এই অনুষ্ঠান কি কারনে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমরা সকলে পূজোর দিন গুলিতে আনন্দ করি ভালো খাওয়া দাওয়া করি। কিন্তু যাদের সেই ক্ষমতা নেই তাদের পাশে থাকার জন্যই এই অনুষ্ঠানটি করা। আজ আমরা এক সঙ্গে খাওয়া দাওয়া করলাম, নতুন শাড়ি জামাকাপড় তুলে দিলাম। একসঙ্গে একটা দিন একটা মুহূর্ত কাটালাম এটাই আমাদের প্রাপ্তি।

এছাড়াও চেক করুন

বকেয়া টাকা না মেলায় কাজে যোগ দিলেন না বাগানের শ্রমিকরা

শোভন মজুমদার, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, আলিপুরদুয়ার: বেতন বাকি, তাই কাজে যুক্ত হলো না বাগানের শ্রমিকরা …

Leave a Reply

Your email address will not be published.