Breaking News
Home >> Breaking News >> দাসপুর ২ ব্লকে দুর্গাপুজোর উদ্বোধনে দেব

দাসপুর ২ ব্লকে দুর্গাপুজোর উদ্বোধনে দেব

পশ্চিম মেদিনীপুর:- দাসপুর ২ ব্লকের খেপুতে দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার করতে গিয়ে সাংসদ দেব বলেন হেলমেট পরেও হিরো হওয়া যায়। হেটমেট না পরে গাড়ি চালানোটা হিরোর কাজ নয়। তাই বাইক চালানোর সময় হেলমেট পরবেন এবং পেছনের লোককেও হেলমেট পরাবেন। রেস ড্রাইভিং না করার কথা বলেন তিনি।
দুর্গাপুজোর উদ্বোধনে সেফ ড্রাইভ সেভ লাইভের প্রচারের পাশাপাশি শারদীয়ার শুভেছা জানান দেব। তিনি অারও বলেন, ধর্ম ব্যক্তিগত, উৎসব সবার জন্য। হিন্দু, মুসলিম, খ্রীষ্টান, জৈন একসাথে উৎসব পালন করে তাই পুজোতে এমন কিছু না হয় যাতে ধর্ম নিয়ে টানাটানি হয়। পুজোটা প্রত্যকের তাই সবাই মিলে অানন্দ উপভোগ করার কথা বলেন সাংসদ ও অভিনেতা দেব।

দাসপুর ২ ব্লকের খেপুত উত্তরবাড় পুজো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি অলোক অাচার্য, জেলা পরিষদ সদস্য তপন দত্ত, সৌমিত্র সিংহরায় প্রমুখ। এরপর ঘাটাল ব্লকের হরিদাসপুরেও একটি দুর্গা পুজোর উদ্বোধন করেন দেব। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, অজবনগর ১ গ্রাম প্রধান রাজকুমার ঘোষ প্রমুখ।

এছাড়াও চেক করুন

উত্তর দিনাজপুরের চোপড়ায় নির্বাচন পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে গুলিবিদ্ধ এক স্কুল ছাত্র

স্টিং নিউজ সার্ভিস: ভোট পরবর্তী হিংসা ও রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হল এক স্কুল ছাত্র। …

Leave a Reply

Your email address will not be published.