Breaking News
Home >> Breaking News >> প্রারম্ভিক পুজোর আনন্দে নতুন মাত্রা আনলো স্বেচ্ছাসেবী সংস্থা রোদ্ধা

প্রারম্ভিক পুজোর আনন্দে নতুন মাত্রা আনলো স্বেচ্ছাসেবী সংস্থা রোদ্ধা

সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: প্রারম্ভিক পুজোর আনন্দে নতুন মাত্রা আনলো স্বেচ্ছাসেবী সংস্থা রোদ্ধা।সোদপুরের লোকসংস্কৃতি ভবনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরষ্কার তুলে দেওয়া হয় বারাকপুর মহকুমার বিভিন্ন স্কুলের মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের।এছাড়াও মহাকুমার নিজের নিজের ক্ষেত্রে কৃতি ও সেরা ৫জন মহিলাকে সম্মাননা তুলে দেওয়া হয়।

পাশাপাশি দুঃস্থ মানুষের সাহায্যার্থে আয়োজিত অঙ্কন প্রতিযোগীতা ও নানা প্রতিযোগীতার পুরষ্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়,খড়দহ পৌরসভার উপ-পৌরপ্রধান সুকন্ঠ বণিক সহ অন্যান্যরা।এই অনুষ্ঠান মঞ্চ থেকেই এই পুজোয় পঞ্চমী ও ষষ্ঠী প্রান্তিক শিশু ও মহিলাদের পুজো পরিক্রমা এবং তাদের চোখে সেরা পুজোদের শারদ সম্মান দেওয়ার কথা ঘোষনা করা হয়।অনুষ্ঠানের সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এছাড়াও চেক করুন

দুর্নীতির অভিযোগে উত্তাল নদিয়ার চাকদহের ঘেঁটুগাছি গ্রাম পঞ্চায়েত

কমল দত্ত, স্টিং নিউজ, নদিয়াঃ নদিয়ার চাকদহের ঘেঁটুগাছি গ্রাম পঞ্চায়েতে দুর্ণীতির অভিযোগে উত্তালজেপি কর্মীদের বিক্ষোভ। …

Leave a Reply

Your email address will not be published.