Breaking News
Home >> Breaking News >> দীপাবলীতে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো কোলাঘাট থানা

দীপাবলীতে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো কোলাঘাট থানা

স্টিং নিউজ সার্ভিস, কোলাঘাটঃ পুলিশকে আমরা সবসময় অন্যভাবেই দেখেথাকি।কখনও চোর ডাকাত ধরা আবার কখনও খবরের শিরোনামে উঠেআসে রাস্তায় দিনেরাতে তুলছে টাকা।তবে পুলিশ যে একজন মানুষ।রয়েছে বিবেক,রয়েছে আরপাঁচটা মানুষের মতো নরম হৃদয়।খাঁকি পোষাকের আড়ালে ঢাকা থাকলেও অনেক সময় তা আত্মপ্রকাশ দেখাযায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তানিয়ে।হ্যাঁ তেমনই এক ছবি ধরা পড়লো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহায়তায় কোলাঘাট থানার বিশেষ উদ্যোগ।গত ২০১৭ সালে জেলা পুলিশের উদ্যোগে স্পর্ষ নামে একটি উদ্যোগ গ্রহন করা হয়।

প্রতি থানা এলাকায় সে গরীব হোক কিংবা ধনী,যাদের দেখার কেউ নেই।তাদের পাশে দাঁড়াবে পুলিশ।ডাক্তারী ঔষধ কিনে দেওয়া থেকে খোঁজখবর নেওয়া।অসুস্থ্য হলে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা।এমনই শুভ উদ্যোগ নিয়েছে পুলিশ।কোলাঘাট থানা এলাকায় এরকম ৩৯ জন অসহায় মানুষদের গত ২০১৭ সাল থেকে দেখভাল করে আসছে পুলিশ ও সিভিক পুলিশ।তবে এই স্পর্ষের উদ্যোগে দীবাবলী উপলক্ষে খুশির দিনে কোলাঘাট থানায় আগসমীকাল তুলে দেওয়া হবে কোলাঘাট থানা এলাকার ২০০০ দুস্থ মানুষকে শীতবস্ত্র দান।

আর তার আগে অর্থাৎ কালীপূজোর এই শুভদিনে সেই ৩৯ জন অসহায় মানুষের বাড়িতে গিয়ে পুলিশ তুলেদিলো শাল,মিষ্টি ও মোমবাতি।দীপাবলীর এই আনন্দের দিনে তাদেরও বাড়িতে জ্বলুক খুশির দীপাবলীর মোমের আলো।সেই উদ্যেশ্যকে সামনে রেখে পূজোর সকালে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এই খুশির দিনে পাশে থাকার অঙ্গিকার নিয়ে বাড়ি বাড়ি তুলে দিলেন দীপাবলীর উপহার।পুলিশের এই শুভ উদ্যোগে অনেকার আবার চোখের জল আর বেঁধে রাখতে পারলেন না।

এছাড়াও চেক করুন

রাহুলজি শুধু চৌকিদার বলে হাক দিলে হয় না, মানুষ শক্ত হাতের কাজ দেখতে চায়

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ: ভোট উৎসব শেষ। গণনা অনেকাংশ সম্পূর্ণ। দেশ দেখল প্রবল গেরুয়া বিক্রম। …

Leave a Reply

Your email address will not be published.