Breaking News
Home >> Breaking News >> হাওড়ায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর গ্যাসের ট্যাঙ্কার উল্টে বিপত্তি

হাওড়ায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর গ্যাসের ট্যাঙ্কার উল্টে বিপত্তি

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়া: ভোরবেলায় ৬নম্বর জাতীয় সড়কের উপর গ্যাসের ট্যাঙ্কার উল্টে বিপত্তি৷ বৃহস্পতিবার সকালে হাওড়া রানিহাটি সন্ধিপুর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে
দুর্ঘটনাটি ঘটে৷ ঘটনাস্থলে চলে আসে পাচলা থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে।
জাতীয় সড়কের উপর উল্টে যাওয়ায় নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। সাধারণ মানুষদের সরে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হচ্ছে। এই ঘটনায় মৃত্যু বা আহতের কোন খবর নেই। তবে সাত সকালে কাজে বেরিয়ে ভোগান্তির মধ্যে পরে সাধারণ মানুষ।

এছাড়াও চেক করুন

নদীয়ার বেথুয়াডহড়ীতে রক্তদান ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল বেথূয়াডহরী টাউনক্লাব

নবেন্দু ভট্টাচার্য, স্টিংনিউজ করেন্সপন্ডেন্ট, নাকাশীপাড়া, নদীয়া: গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ ক্লান্ত মানুষ যখন স্বস্তির জন্য হাসফাঁস …

Leave a Reply

Your email address will not be published.