Breaking News
Home >> Breaking News >> ফের বাইক চুরি শিলিগুড়ির ফুলবাড়িতে, চাঞ্চল্য

ফের বাইক চুরি শিলিগুড়ির ফুলবাড়িতে, চাঞ্চল্য

বিশ্বজিৎ সরকার, স্টিংনিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ  ফের একবার বাইক চুরির ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির ফুলবাড়ি সুপার মার্কট এলাকায়। জানা গিয়েছে পেশায় ওষুধ ব্যবসায়ী অমর কৃষ্ণ শীল বুধবার বিকালে নিজের দোকানের পাশেই বাইকটি রেখে দোকানের কাজ করছিলেন। এরপর রাতে যখন বাইক নিয়ে বাড়ি ফিরবেন তখন দেখেন যে বাইক সেই জায়গায় নেই। এরপর আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

কিন্তু তারপরেও খুঁজে পাননি বাইকটি। এরপর তিনি সিসিটিভিতে গোটা চুরির ঘটনা ধরা পড়েছে। এরপর তরীঘরী ওই ব্যক্তি এনজেপি থানায় পুলিশকে বিষয়টি জানিয়েছেন। অপরদিকে একের পর এক চুরি। কখনো বাইক,কখনো ডাম্পার আবার কখনো ট্রাক। এই রকম ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে এলাকারবাসীরা।

এছাড়াও চেক করুন

নদীয়ার বেথুয়াডহড়ীতে রক্তদান ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল বেথূয়াডহরী টাউনক্লাব

নবেন্দু ভট্টাচার্য, স্টিংনিউজ করেন্সপন্ডেন্ট, নাকাশীপাড়া, নদীয়া: গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ ক্লান্ত মানুষ যখন স্বস্তির জন্য হাসফাঁস …

Leave a Reply

Your email address will not be published.