Breaking News
Home >> Breaking News >> শিলিগুড়িতে নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য

শিলিগুড়িতে নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য

বিশ্বজিৎ সরকার,স্টিং নিউজ করেসপনডেন্ট,দার্জিলিংঃ শিলিগুড়িত এনজেপি থানার অন্তর্গত সূর্যসেন কলোনির বি ব্লক এলাকায় এক নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়াল। মৃত নাবালকের নাম দীপঙ্কর মন্ডল(১১)। সে শিলিগুড়ির তরাই তারাপদ অদর্শ বিদ্যালয়ের চতুর্থী শ্রেণীর ছাত্র ছিল।

জানা গিয়েছে যে বৃহস্পতিবার দুপুরে কোনও এক বিষয় নিয়ে দীপঙ্করকে একলা এক ঘরে বন্দী করে রাখে যান তার মা। এরপর যখন বাড়ি ফিরে দরজা খুলে দেখেন যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর তরীঘরী বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। এবং সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে কি কারণে ওই নাবালক আত্মহত্যা তা জানা যায়নি। যদিও এই ঘটনায় হতবাক পুলিশ। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

এছাড়াও চেক করুন

নদীয়ার বেথুয়াডহড়ীতে রক্তদান ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল বেথূয়াডহরী টাউনক্লাব

নবেন্দু ভট্টাচার্য, স্টিংনিউজ করেন্সপন্ডেন্ট, নাকাশীপাড়া, নদীয়া: গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ ক্লান্ত মানুষ যখন স্বস্তির জন্য হাসফাঁস …

Leave a Reply

Your email address will not be published.