Breaking News
Home >> Breaking News >> দু:স্থ অসহায় মানুষদের পাশে দাড়িয়ে বছরের প্রথম দিনটাকে স্বাগত জানাল গোয়ালতোড়ের রাসতলা এভারগ্রীন সোসাইটি

দু:স্থ অসহায় মানুষদের পাশে দাড়িয়ে বছরের প্রথম দিনটাকে স্বাগত জানাল গোয়ালতোড়ের রাসতলা এভারগ্রীন সোসাইটি

পশ্চিম মেদিনীপুর:- বছরের প্রথম দিনটাকে স্বাগত জানাল দুস্থ অসহায় মানুষদের পাশে থেকে । গোয়ালতোড়ের রাসতলা এভারগ্রীন সোসাইটির উদ্দ্যোগে এদিন এলাকার একশজন অসহায় ও দুস্থ মানুষদের নিয়ে আয়োজন করা হয় বনভোজনের। অসহায় ও দুস্থ মানুষদের সঙ্গে আনন্দে মাতলেন ক্লাবের সদস্যরাও । এই বনভোজনে আনন্দের সাথী হতে উপস্থিত ছিল এলাকার অনেক দুস্থ ও অসহায় মানুষ, পাশাপাশি সাতপাটি, পিড়াকাটা, চন্দ্রকোনারোড, ঝিলিমিলি থেকেও উপস্থিত ছিল সাধু, সাধুনী এমন কি পথ ভিক্ষুকও। তাদের সানন্দ যোগদানে গোয়ালতোড় তমালেশ্বরী কালি মন্দিরের তীরে এই অনুষ্ঠান মুখরিত হল গান বাজনাতেও। ঝিলিমিলি থেকে এক অন্ধ পথ ভিক্ষুক গৌতম মন্ডল উপস্থিত ছিল। অন্ধ এই ভিক্ষুকের সুললিত কন্ঠের গানে মন ভরিয়ে দেয় সকলের। দুস্থ থেকে ভিক্ষুক, অসহায় থেকে সাধু সকল কে একসাথে মিলিয়ে দিল এদিনের এই বনভোজন। মেনুও ছিল জমকালো। সকালে মুড়ি ঘুগনি, দুপুরে ভাত, ডাল, আলুপোস্ত সঙ্গে মাংস, চাটনি মিষ্টি ও পাঁপড় । দুপুরের ভোজনের পর অসহায়, দুস্থ, সাধু এবং ভিক্ষুক দের হাতে ক্লাবের সদস্যরা একটি করে শীতের কম্বল তুলে দেয়। ক্লাবের সভাপতি দীপক বিষয় বলেন, আজ বছরের প্রথম দিনে এই সব মানুষ দের সঙ্গে কাটাতে পেরে খুবই ভালো লাগছে। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরো বড়ো আকারে করার পরিকল্পনা রয়েছে। ক্লাবের অন্যতম সদস্য অরুপ মন্ডলের বক্ত্যব, ক্লাবের ক্যাটারিং করে সারা বছর আমাদের যে টুকু রোজগার হয় সেটি আমরা বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করি। এই ধরনের বনভোজন আমাদের এটা দ্বিতীয় বর্ষ।

এছাড়াও চেক করুন

পূর্ব-বর্ধমানে সোশ্যাল মিড়িয়া গ্রুপদের নিয়ে সভা করলেন তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডল

গৌরনাথ চক্রবর্ত্তী,‌স্টিং নিউজ, কাটোয়া ঃ আগামী ২৯ এপ্রিল বর্ধমান পূর্ব লোকসভা ভোট।তারই প্রস্তুতি হিসাবে বর্ধমান …

Leave a Reply

Your email address will not be published.