Breaking News
Home >> Breaking News >> ঘাটেশ্বর নাট্য সংঘের বার্ষিক উৎসবে আসছেন স্টার জলসার ‘আঁচল’ সিরিয়ালের ‘টুসু’

ঘাটেশ্বর নাট্য সংঘের বার্ষিক উৎসবে আসছেন স্টার জলসার ‘আঁচল’ সিরিয়ালের ‘টুসু’

স্টিং নিউজ সার্ভিসঃ আগামী ৪ জানুয়ারী থেকে নদিয়ার ধুবুলিয়ার ঘাটেশ্বর গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে ‘৮৬তম বার্ষিক উৎসব ২০১৯’। চলবে ৬ জানুয়ারী পর্যন্ত।
জানা গিয়েছে, এই উৎসবের আয়োজক ঘাটেশ্বর নাট্য সংঘ। এই উৎসব উপলক্ষ্যে রক্তদান শিবির, দুঃস্থদের বস্ত্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হয়েছে।
তবে এবছর উৎসবের মূল আকর্ষন স্টার জলসার ‘আঁচল’ সিরিয়ালের ‘টুসু’। আগামী ৬ জানুয়ারী ঘাটেশ্বর নাট্য সংঘের মঞ্চে উপস্থিত থাকবেন তিনি।
৪ জানুয়ারী সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ অনুষ্ঠিত হবে সামাজিক যাত্রাপালা “জ্বলছে চিতা বাজছে সানাই”। ৫ তারিখ এলাকার প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হবে। থাকছে “সেফ ড্রাইভ, সেভ লাইফ” –এর মতো কর্মসূচী। এদিন রাতে অনুষ্ঠিত হবে বাউল শিল্পী বাসুদেব রাজবংশী’র বাউল গানের অনুষ্ঠান।

এছাড়াও চেক করুন

মনোনয়ন জমা দিলেন বিএসপি প্রার্থী অশোক কুমার মুর্মু

কার্তিক গুহ, ঝাড়গ্রাম : শনিবার দুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন বিএসপি প্রার্থী অশোক কুমার মুর্মু। …

Leave a Reply

Your email address will not be published.