Breaking News
Home >> Breaking News >> বিধাননগরে উদ্ধার নকল মদ ও মদ তৈরির উপকরণ সহ গ্রেফতার এক

বিধাননগরে উদ্ধার নকল মদ ও মদ তৈরির উপকরণ সহ গ্রেফতার এক

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট,দার্জিলিংঃ ফের একবার সাফল্য পেল পুলিশ। বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিধাননগরের বাংলা বিহার সীমান্তের মাটিয়াগছ এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখান থেকে ৬০০ বোতল নকল মদ ও মদের কার্টুন,কাঁচা ইসপিরিড সহ নকল স্টিকার উদ্ধার করে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিস।

ধৃতের নাম নীরেন পাহান(২৫)। ধৃত বিধাননগরের রুপরামগঞ্জের বাসিন্দা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কীনা তা তদন্ত করে দেখছে বিধাননগর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ির মহকুমা আদালতে তোলা হবে।

এছাড়াও চেক করুন

দ্বিতীয় দফার ভোটে বাম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

স্টিং নিউজ সার্ভিস: রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ইসলামপুরের পাটাগড়ায় সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়ি ভাঙচুরের অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published.