Breaking News
Home >> Breaking News >> প্রশাসনের উদ্যোগে নাবালিকার বিয়ে বন্ধ হল হরিনঘাটায়

প্রশাসনের উদ্যোগে নাবালিকার বিয়ে বন্ধ হল হরিনঘাটায়

স্টিং নিউজ সার্ভিস: নদীয়ার হরিনঘাটা থানার মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কায়পুত্রপাড়ার বাসিন্দা জয়ন্ত মন্ডল(নাম পরিবর্তিত) তার বছর ১৫র মেয়ে জোৎস্না মন্ডলের(নাম পরিবর্তিত) বিয়ে ঠিক করেছিলেন উত্তর ২৪ পরগণার গাইঘাটা ব্লকের জয়ীতারা গ্রামের বাসিন্দা মঙ্গল মন্ডলের সাথে। সব কিছু ঠিকঠাকই চলছিল। বিয়ের দিনক্ষনও প্রায় সবকিছুই ঠিকঠাক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বাঁধ সাধলো প্রশাসন।

সূত্র মারফত হরিনঘাটা থানার কাছে খবর যায় বিষয়টা নিয়ে। যেহেতু আমাদের দেশে ১৮ বছরের নীচে মেয়েদের বিয়ে দেওয়াটা আইন বিরুদ্ধ কাজ। সাথে সাথে হরিনঘাটা থানা এবং হরিনঘাটার বিডিওর উদ্যোগে বিয়েটা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়। এদিন সকালে হরিনঘাটা থানার পুলিশ অফিসার, স্থানীয় বিডিও, নারী ও শিশু কল্যাণ বিভাগের আধিকারিক, পঞ্চায়েত সদস্য, আই সিডিএস কর্মী এবং কিছু স্থানীয় সমাজ সচেতন মানুষ নাবালিকা ওই মেয়েটির বাড়িতে যায়। তারা সবাই মিলে গিয়ে মেয়েটির বাবাকে বোঝায়। এবং তাদের কাছ থেকে একটি মুচলেকাও নেওয়া হয়, যাতে লেখানো হয়, জয়ন্ত মন্ডল(নাম পরিবর্তিত) তার মেয়ে জোৎস্না মন্ডলের(নাম পরিবর্তিত) বিয়ে ১৮ বছর বয়স না হলে দেবেননা। যদি তিনি ভবিষ্যতে এরকম কাজ কখনও করেন তাহলে প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। উপস্থিত দায়িত্বপ্রাপ্ত অধিকারিকরাই মেয়েটির জন্য রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের সমস্ত রকম সুবিধা করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য এলাকার মানুষজন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়েছে। এদিন বিডিও জানিয়েছেন, ” আমাদের সকলকে আরও বেশি করে সচেতন হতে হবে, তবে গিয়ে ভবিষ্যতে আমরা এরকম নাবালিকা বিয়ের বিষয়ের কোনো ঘটনা শুনবোনা।”

এছাড়াও চেক করুন

জঙ্গল মহলে ফের তৃণমূলে ভাঙন ধরালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

স্টিং নিউজ সার্ভিস, ঝাড়গ্রাম:- বেলপাহাড়ির পর নয়াগ্রামে বিজেপিতে যোগ দিলেন কয়েকশো তৃণমূল ও সিপিএম কর্মী …

Leave a Reply

Your email address will not be published.