Breaking News
Home >> Breaking News >> চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরতের দাবিতে বাম সংগঠনের ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ডেপুটেশন

চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরতের দাবিতে বাম সংগঠনের ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ডেপুটেশন

সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: রাজ্যে চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত ও অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বামপন্থী সংগঠনের ডাকে এক মিছিল ও ডেপুটেশনের আয়োজন করা হয় ব্যারাকপুরে ।
ব্যারাকপুর রেল ষ্টেশন চত্বর থেকে মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবনে যায় এবং সেখানে মহকুমাশাসক আবুল কালাম আজাদ ইসলামের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয় ।
মিছিলের নেতৃত্বে ছিলেন তড়িৎ বরন তোপদার,গার্গী চট্টোপাধ্যায়,শৈবাল ঘোষ, দুলাল চক্রবর্তী সহ বাম নেতৃত্ব এবং প্রায় পাঁচশো কর্মী ।

সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, আজকে এই জেলার চারটি মহকুমায় ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। মহকুমা শাসকের কাছে আমাদের দাবী চোর ধরো জেলে ভরো ।
একাধিক চিটফান্ডে কোটি কোটি টাকা সাধারন মানুষের লুট করা হয়েছে কেনো?সাধারন মানুষ টাকা ফেরৎ পাননি উল্টে সেটা নিয়ে নাটক হচ্ছে আমরা বলছি নাটক নয় ফাটক চাই ।
যারা টাকা লুট করেছে তাদের জেলে ভরতে হবে। এর সঙ্গে কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের স্মরনেও রাস্তায় হাঁটছি।

এছাড়াও চেক করুন

জঙ্গল মহলে ফের তৃণমূলে ভাঙন ধরালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

স্টিং নিউজ সার্ভিস, ঝাড়গ্রাম:- বেলপাহাড়ির পর নয়াগ্রামে বিজেপিতে যোগ দিলেন কয়েকশো তৃণমূল ও সিপিএম কর্মী …

Leave a Reply

Your email address will not be published.