Breaking News
Home >> Breaking News >> বিক্ষোভে উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়

বিক্ষোভে উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: ছাত্রছাত্রী বদলে গেছে, বদলে গেছে শিক্ষাবর্ষ।এমনকি বদলে গেছেন উপাচার্যও।কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় আছে যথাস্থানেই। গত কয়েকবছর ধরে পরীক্ষা পদ্ধতির গোলমালের কারণে যে ‘সুনাম’ বিশ্ববিদ্যালয় অর্জন করেছে তা এবছরও অম্লান রয়েছে।এবছর এখনো বিএ, বিএসসি ও বিকম দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ হয় নি।কিন্তু মার্চে তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি ঘোষিত হয়েছে।

মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হুগলী,বাকুঁড়া,বীরভূম সহ বর্ধমানের রাজকলেজ,বিবেকানন্দ মহাবিদ্যালয়,উদয়চাঁদ মহিলা কলেজের দুশোর বেশি পড়ুয়া বিক্ষোভ দেখাল রাজবাটি প্রশাসনিক ভবনে।তারা দীর্ঘক্ষণ ভি সি চেম্বারের সামনে বিক্ষোভ দেখায়। ছাত্রদের দাবি আগে দ্বিতীয় বর্ষের ফলপ্রকাশ হোক তবে তো তৃতীয় বর্ষের পরীক্ষার কথা। উপাচার্য জানিয়েছেন ফল প্রকাশের চেষ্টা চলছে।

এছাড়াও চেক করুন

জঙ্গল মহলে ফের তৃণমূলে ভাঙন ধরালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

স্টিং নিউজ সার্ভিস, ঝাড়গ্রাম:- বেলপাহাড়ির পর নয়াগ্রামে বিজেপিতে যোগ দিলেন কয়েকশো তৃণমূল ও সিপিএম কর্মী …

Leave a Reply

Your email address will not be published.