Breaking News
Home >> Breaking News >> চাপড়ায় তৃণমূলে যোগ বিজেপির অঞ্চল সভাপতি সহ শতাধিক কর্মীর ।

চাপড়ায় তৃণমূলে যোগ বিজেপির অঞ্চল সভাপতি সহ শতাধিক কর্মীর ।

সমীর রুদ্র, স্টিং নিউজ, চাপড়া: ভোটের মুখে ভাঙন চাপড়ার বিজেপি তে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন চাপড়ার হাটখোলা অঞ্চলের বিজেপির অঞ্চল সভাপতি ষষ্ঠী চরণ ঘোষ ।

শনিবার বিকেলে চাপড়ার হাটখোলা পঞ্চায়েতের অন্তর্গত রাজীবপুর বারোয়ারি প্রাঙ্গনে উক্ত যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয় ।উপস্থিত ছিলেন বিধায়ক রুকবানুর রহমান, চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জেবের সেখ, সংখ্যালঘু সেলের সভাপতি রাজীব সেখ সহ বিশিষ্ট নেতৃবৃন্দ । তাদের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন ষষ্ঠী চরণ বাবু। ষষ্ঠী চরণের সঙ্গে তিন শতাধিক বিজেপি কর্মী সমর্থকও এদিন তৃণমূলে যোগদান করেন ।

ষষ্ঠী চরণ বাবু জানান বিজেপির উচ্চতর নেতৃত্বের উপর বীতশ্রদ্ধ হয়ে তিনি তৃণমূলে যোগদান করলেন ।

চাপড়ার বিজেপি নেতা সুতীর্থ চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন “উনি আমাদের ঐ অঞ্চলের নেতা ছিলেন ঠিকই কিন্তু ওর দলবদলের ফলে বিজেপির কোনো ক্ষতি হবে না” ।

বিধায়ক রুকবানুর রহমান বলেন “ষষ্ঠী চরণ ঘোষ সহ অন্যান্য নেতা কর্মীর তৃণমূল কংগ্রেসে যোগদানের ফলে ঐ অঞ্চলে তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি পাবে” ।

এছাড়াও চেক করুন

চাকরির টোপ দিয়ে ২ কোটি টাকা প্রতারণার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ট্রাইবাল ডেভলপমেন্টের ভুয়ো ওয়েবসাইট খুলে ২ কোটি টাকার প্রতারণার দায়ে গ্রেফতার ২ …

Leave a Reply

Your email address will not be published.