Breaking News
Home >> Breaking News >> পনের দাবিতে বিয়ের এক মাসের মধ্যেই গৃহবধূ কে মেরে ঝুলিয়ে দেওয়া অভিযোগ মধ্যমগ্রাম থানায় গ্রেফতার স্বামী ও শশুর

পনের দাবিতে বিয়ের এক মাসের মধ্যেই গৃহবধূ কে মেরে ঝুলিয়ে দেওয়া অভিযোগ মধ্যমগ্রাম থানায় গ্রেফতার স্বামী ও শশুর

স্টিং নিউজ সার্ভিস, বর্ধমানঃ মধ্যমগ্রাম থানার কেমিয়া কামারপাড়া এক গৃহবধূ কে মেরে ঝুলিয়ে দেওয়া অভিযোগ শশুর বাড়ির লোকেদের দিকে। গত একমাস আগে কামারপাড়া নিত্যানন্দ প্রামাণিক সাথে রাজারহাট গলাসির সুতপা প্রামানিকের বিয়ে হয় বিয়ের সময় সোনা রুপার গহনা সহ ঘর সাজানোর সমস্ত জিনিস দেওয়া হয়।

বিয়ের দু সপ্তাহ পর থেকে নগদ টাকার দাবি করে আজ সকালে মেয়ের বাপের বাড়িতে ফোন করে জানানো হয় যে আপনাদের মেয়ে ঘরের সিলিং পাখাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । শুপতার বাপের বাড়ির অভিযোগ বিয়ের সময় দাবি মত পনদেওয়া হলেও আরো টাকার দাবি করে সেই টাকা দিতে দেরি হওয়ায় আমার বোনকে এক মাস আগে বিয়ে হওয়ার পর মেরে ঝুলিয়ে দিল তার শশুর বাড়ির লোকজন । মধ্যমগ্রাম থানায় স্বামী ও শশুরে র নামে অভিযোগ দায়ের করে গ্রেফতার স্বামী ও শশুর

এছাড়াও চেক করুন

চাকরির টোপ দিয়ে ২ কোটি টাকা প্রতারণার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ট্রাইবাল ডেভলপমেন্টের ভুয়ো ওয়েবসাইট খুলে ২ কোটি টাকার প্রতারণার দায়ে গ্রেফতার ২ …

Leave a Reply

Your email address will not be published.