Breaking News
Home >> Breaking News >> নিজের বাড়িতে গুলিবিদ্ধ হলেন বিজেপি নেতা

নিজের বাড়িতে গুলিবিদ্ধ হলেন বিজেপি নেতা

স্টিং নিউজ সার্ভিস : শনিবার রাতে ঘটনাটি ঘটে পূর্ববর্ধমানের ভাতাড়ে।গুলিবিদ্ধ বিজেপি নেতা কৃষ্ণকলি সামন্তকে রাতেই ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এদিন সকালে প্রচারে বেড়িয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা বিজেপি নেতাকে দেখতে যান।চিকিৎসার বিষয়ে তিনি খোঁজ খবর নেন।তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

কৃষ্ণকালী সামন্তের বাড়ি ভাতারের আমারুন গ্রামে। তিনি ভাতার মণ্ডল কমিটির সভাপতি। তার ছেলে সম্পদ সামন্ত জানান রোজকার মত বাবা শনিবার রাতে খাবার পর বাড়ির বারান্দায় বসেছিল। ওই সময়ে দুস্কৃতিরা বাবাকে লক্ষ্য করে গুলি চালায়।প্রথম গুলি গায়ে লাগেনি। এরপরই আত্মরক্ষার জন্য কৃষ্ণকলি সামন্ত মাটিতে শুয়ে পড়েন।দ্বিতীয় গুলি তার বাঁ হাতে লাগে।দুস্কৃতিরা তিন জন ছিল।তারা বাইককে করে গিয়েছিল। গুলির শব্দে চিৎকার চেচাঁমেচিতে বাইক নিয়ে দুস্কৃতিরা চম্পট দেয়। ওই সময় ছেলে সম্পদ বাড়ির বাইরে ছিল।সম্পদ বাড়িতে গিয়ে দেখে বাবা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে ভাতার হাসপাতালে নিয়ে যায়। ওখান থেকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ছেলের অভিযোগ শাসকদল এই ঘটনায় জড়িত। কারণ তার বাবার নেতৃত্বে বিজেপি এলাকায় শক্তিশালী হয়েছে। ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে শাসকদলের শক্তি। সেই জন্যই বাবাকে আক্রমণ করা হয়।তবে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ অভিযোগ অস্বীকার করেন।টেলিফোনে তিনি করেন বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে।

এছাড়াও চেক করুন

কলকাতার এনআরএস হাসপাতালে জুনিয়ার চিকিৎসকদের কর্মবিরতি না মিটতেই, চিকিৎসা কর্মীকে মারধরের অভিযোগ দক্ষিন দিনাজপুর জেলা হাসপাতালে

শিবশংকর চ্যাটার্জ্জী, স্টিং নিউজ, দক্ষিন দিনাজপুর: কলকাতার এনআরএস হাসপাতালে জুনিয়ার চিকিৎসকদের কর্মবিরতি না মিটতেই চিকিৎসা …

Leave a Reply

Your email address will not be published.