Breaking News
Home >> Breaking News >> কালিয়াচকে ৫টি আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

কালিয়াচকে ৫টি আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১২ মেঃ গোপনসূত্রে খবর পেয়ে ৫টি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ৷ ধৃতের নাম মালেক শেখ৷ বাড়ি কালিয়াচকের যদুপুরের মুকলেশপাড়ায়৷

গতকাল রাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল মালেক শেখের বাড়িতে হানা দেয়৷ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২টি মাসকেট ও ৩টি ওয়ানসাটার৷ তবে তার বাড়ি থেকে কোনও কার্তুজ উদ্ধার হয়নি৷ ধৃতকে আজ জেলা আদালতে তোলা হবে৷

এছাড়াও চেক করুন

জেলার একাধিক স্কুলের সাফল্য, বিজ্ঞান নিয়ে পড়ে ডাক্তার হয়ে গ্রামের মানুষের চিকিৎসা করতে চায় অঙ্কন

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়া:ঘড়িতে তখন সাড়ে ৯টা। প্রথম ফোনটা এসেছিল পুরনো এক বন্ধুর কাছ …

Leave a Reply

Your email address will not be published.