Breaking News
Home >> Breaking News >> কাগজপত্র নেই, ভারতীর গাড়ি কেড়ে নিল পুলিশ

কাগজপত্র নেই, ভারতীর গাড়ি কেড়ে নিল পুলিশ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- ভোট শুরু হতেই যতকান্ড ঘাটালে। ভোটের শুরুর ৩০ মিনিটের মধ্যেই ক্যামেরার সামনে চলে আসেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বলা যায় তিনি যেখানেই পৌছেছেন সেখানে তাঁকে পড়তে হয়েছে বিক্ষোভের মুখে। অবশেষে তাঁর সাথে গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। সঠিক কাগজপত্র না থাকায় কেশপুর বাজারে ঘাটালের ভারতী ঘোষের দুটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷

দীর্ঘক্ষণ ধরে বিজেপি প্রার্থীর সঙ্গে বাগবিতণ্ডা হয় পুলিশের৷ এরপর তাঁর দুটি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ৷মূলত তাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর গাড়ির কোন প্রয়োজনীয় অনুমতিপত্র ছিল না। যদিও বিজেপি প্রার্থী ভারতী ঘোষের দাবি, গোটাটাই শাসক দলের ষড়যন্ত্র। তিনি দাবি করেছেন, গাড়ির নম্বর লিখে অনুমতি চেয়ে হোয়াটসঅ্যাপ করেছিলেন তিনি। অনুমতি দেওয়া হয়েছিল। পরে তা মুছে দেওয়া হয়েছে। ভারতী ঘোষ বলেন, ”গোটাটাই প্রশাসনের ষড়যন্ত্র। হেঁটে ঘুরব”।

ভারতী ঘোষের গাড়ি যখন কেশপুরে পুলিস আটকে দেয়, ঠিক তখনই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। পুলিসকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। পাশের একটি মন্দিরে আশ্রয় নেন ঘাটালের বিজেপি প্রার্থী। ঘটনার প্রতিবাদ করে সেখানেই অবস্থান শুরু করেন ভারতী ৷

এছাড়াও চেক করুন

জেলার একাধিক স্কুলের সাফল্য, বিজ্ঞান নিয়ে পড়ে ডাক্তার হয়ে গ্রামের মানুষের চিকিৎসা করতে চায় অঙ্কন

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়া:ঘড়িতে তখন সাড়ে ৯টা। প্রথম ফোনটা এসেছিল পুরনো এক বন্ধুর কাছ …

Leave a Reply

Your email address will not be published.