Breaking News
Home >> Breaking News >> নাকাশীপাড়া উত্তর বহিরগাছিতে স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

নাকাশীপাড়া উত্তর বহিরগাছিতে স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

নবেন্দু ভট্টাচার্য, স্টিং নিউজ করেন্সপন্ডেন্ট, নাকাশীপাড়া, নদীয়া: নদীয়ার নাকাশিপাড়া হরিনারায়নপুর স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী পূজা সরকার, ১৭ বছর বয়স। বাড়ি উত্তর বহিরগাছি । আজ 11 টার সময় গৃহশিক্ষকের কাছে পড়ে বাড়ি ফিরে এসে আত্মহত্যা করে। ঘরে শিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আত্মহত্যা করে। তাকে ঝুলন্ত অবস্থায় বাড়ির লোক জন দেখতে পেয়ে নাকাশীপাড়া থানায় খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ও বেথুয়াডহড়ী গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানান। পুলিশ ময়নাতদন্তের জন্য শক্তি নগর জেলা হাসপাতালে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা যায় আত্মহত্যার কারণ কিছু খুঁজে পাচ্ছেন না বলে জানান।। পূজা পড়াশুনায় ভালো, মিশুকে , বলে বাড়ির লোকজন জানান।

এছাড়াও চেক করুন

জেলার একাধিক স্কুলের সাফল্য, বিজ্ঞান নিয়ে পড়ে ডাক্তার হয়ে গ্রামের মানুষের চিকিৎসা করতে চায় অঙ্কন

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়া:ঘড়িতে তখন সাড়ে ৯টা। প্রথম ফোনটা এসেছিল পুরনো এক বন্ধুর কাছ …

Leave a Reply

Your email address will not be published.