Breaking News
Home >> Breaking News >> নতুন করে মদের লাইসেন্স বাতিলের দাবিতে বালুঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের

নতুন করে মদের লাইসেন্স বাতিলের দাবিতে বালুঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ নতুন করে মদের লাইসেন্স পুরোপুরি বাতিলের দাবিতে সোমবার বিকেলে বালুঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল শতাধিক মহিলা। ঘেরাও বিক্ষোভে পরে বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্তকে নিজেদের দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেয় মদ বিরোধী নাগরিক কমিটির সদস্যরা। অভিযোগ, বোয়ালদার, পাকুড়তলা, ভেরেন্ডা হাট, মাহিনগর হাজিপুর, বৈদ্যনাথ পাড়া তালপুকুর, শিবরামপুর কামারপাড়া সহ বালুরঘাট সংলগ্ন বিভিন্ন গ্রামে অবৈধ মদের ব্যবসা রমরমিয়ে চলছে। সরকারি মদের দোকান ও প্রচুর।

সরকার গ্রামে গ্রামে দুই হাজার নতুন মদের দোকান প্রসারের চেষ্টা করেছে। মদ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে অবিলম্বে সমস্ত রকম মদ বিক্রি বন্ধ এবং সুস্থ সামাজিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

এছাড়াও চেক করুন

জেলার একাধিক স্কুলের সাফল্য, বিজ্ঞান নিয়ে পড়ে ডাক্তার হয়ে গ্রামের মানুষের চিকিৎসা করতে চায় অঙ্কন

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়া:ঘড়িতে তখন সাড়ে ৯টা। প্রথম ফোনটা এসেছিল পুরনো এক বন্ধুর কাছ …

Leave a Reply

Your email address will not be published.