Breaking News
Home >> Breaking News >> দাসপুরে ভাইঝির উপর অ্যাসিড হামলা জেঠুর

দাসপুরে ভাইঝির উপর অ্যাসিড হামলা জেঠুর

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- দাসপুরে ভাইঝির উপর অ্যাসিড হামলা জেঠুর। জানা গেছে, দাসপুর থানার সয়লায় বাড়ি দেবপর্না জানা পালের। মা অসুস্থ থাকায় সোনাখালিতে বাপের বাড়িতে ছিলেন তিনি। তাঁর অভিযোগ কিছুদিন অাগে থেকে তাদের বাড়িতে অশান্তি হচ্ছিল। এমনকি তাদের মারধরও করেছিল জেঠু। অাজ দুপুরে বাথরুম থেকে বেরনোর সময় জেঠু দিলীপ পাল অ্যাসিড ছু্ড়ে তার গায়ে।

তার গায়ে ও হাতে অ্যাসিড লাগে। তারপর চিৎকার শুরু করলে গ্রামবাসীরা উদ্ধার করে হাসপাতালে। প্রথমে তাকে সোনাখালি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে স্থানান্তরিত করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে।দাসপুর থানায় খবর গেলে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।মেয়ের মায়ের অভিযোগ, ভাসুর দিলীপ পাল অামাদের উপর অনেকদিন ধরেই অত্যাচার করছে। যার ফলে অামার স্বামী কয়েক মাস অাগে মারা গেছে। অামাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দিতে চায়। তাই নানা ভাবে অাক্রমন করে।

কয়েকদিন অাগে মারধর করে। অাজ মেয়ের উপর অ্যাসিড হামলা করেছে। পুলিশকে জানিয়ে লাভ হচ্ছে না। অামি এবং অামার দুই মেয়ে সবসময় অাতঙ্কে রয়েছি।

এছাড়াও চেক করুন

জেলার একাধিক স্কুলের সাফল্য, বিজ্ঞান নিয়ে পড়ে ডাক্তার হয়ে গ্রামের মানুষের চিকিৎসা করতে চায় অঙ্কন

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়া:ঘড়িতে তখন সাড়ে ৯টা। প্রথম ফোনটা এসেছিল পুরনো এক বন্ধুর কাছ …

Leave a Reply

Your email address will not be published.