Breaking News
Home >> Breaking News >> মাধ্যমিকে ষষ্ঠ হয়ে মেধা তালিকায় হাওড়ার অঙ্কন

মাধ্যমিকে ষষ্ঠ হয়ে মেধা তালিকায় হাওড়ার অঙ্কন

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ, হাওড়া: মাধ্যমিকের মেধাতালিকায় হাওড়ার অঙ্কন চক্রবর্তী। রাজ্যে ষষ্ঠ স্থান করেছে। প্রাপ্ত নম্বর ৬৮৫।

মৌড়ি চক্রবর্তী পাড়ার মেধাবী ছাত্র অঙ্কন হাওড়া মহিয়াড়ী কুন্ডু চৌধুরী ইন্সটিটিউশন এর ছাত্র। বাবা অক্ষয় চক্রবর্তী বেসরকারি সংস্থায় কাজ করেন। রাজ্যে আরও চার ছাত্রছাত্রীর সঙ্গে ষষ্ঠ হয়েছে অঙ্কন।

স্কুলের প্রধান শিক্ষক বলাইচন্দ্র ভক্তা জানান, ওর পড়াশোনার পাশাপাশি শেখার আগ্রহ ছিল যথেষ্ট। কোন বিষয় বুঝতে অসুবিধা হলে চলে আসতো। ওর ফলাফল আমাদের স্কুলের নাম গৌরব করেছে।

অঙ্কন এর সাফল্যে গর্বিত পরিবার। ফলাফল ঘোষণার পর থেকেই শুভেচ্ছা জানিয়ে বাড়িতে একের পর এক ফোন আসছে। শান্ত স্বভাবের অঙ্কন হাসিমুখে সবকথার জবাব দিচ্ছে। পছন্দের বিষয় জীবন বিজ্ঞান তবে অঙ্কের প্রতি আলাদা আকর্ষণ রয়েছে বলে জানান অঙ্কন।

এছাড়াও চেক করুন

শিলিগুড়ির বিধাননগরে মারতি ভ্যান ও ট্রাকের সংঘর্ষ,আহত তিন

বিশ্বজিৎ সরকার,স্টিংনিউজ করেসপনডেন্ট,দার্জিলিংঃ মঙ্গলবার শিলিগুড়ির মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মাদাতি এবাকায় মারতি ভ্যান …

Leave a Reply

Your email address will not be published.