Breaking News
Home >> Breaking News >> শিলিগুড়িতে জলে তলিয়ে যাওয়া কিশোরীর দেহ উদ্ধার

শিলিগুড়িতে জলে তলিয়ে যাওয়া কিশোরীর দেহ উদ্ধার

বিশ্বজিৎ সরকার,স্টিংনিউজ করেসপনডেন্ট,দার্জিলিংঃ অবশেষে উদ্ধার হল শিলিগুড়ির কামরাঙ্গাগুড়ি এলাকায় মহানন্দা নদীতে তলিয়ে যাওয়া কিশোরীর দেহ। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রসঙ্গত শুক্রবার জেঠীমা মারা যান। এবং রবিবার ঘাট কাজ করতে মহানন্দা নদীতে আসেন প্রিয়শী শীল। সেই সময় ঘটে যায় বিপত্তি। ওই কিশোরী অচমাই নদীতে পড়ে যায়। যদিও তাকে বাঁচাতে স্থানীয়রা নদীতে ঝাঁপ দেন। কিন্তু ওই কিশোরীকে খুঁজে পাওয়া যায়নি। এরপর তরীঘরী খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ ও দমকল। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেলেও ওই কিশোরীর দেহ উদ্ধার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এরপর রাতেই নামানো হয় এনডিআরএফ। যদিও রাতে উদ্ধার করা সম্ভব হয়নি দে। তবে গতকালের পর এদিন সকালে থেকেই উদ্ধার কাজে ফের নামানো হয় এনডিআরএফ। এবং কামরাঙ্গাগুড়ি থেকে বেশ কিছুটা দূরে উদ্ধার হয় মৃতদেহ।

এছাড়াও চেক করুন

শিলিগুড়ির বিধাননগরে মারতি ভ্যান ও ট্রাকের সংঘর্ষ,আহত তিন

বিশ্বজিৎ সরকার,স্টিংনিউজ করেসপনডেন্ট,দার্জিলিংঃ মঙ্গলবার শিলিগুড়ির মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মাদাতি এবাকায় মারতি ভ্যান …

Leave a Reply

Your email address will not be published.