Categories: রাজ্য

স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের নামে বিশেষ পোস্টাল কভার প্রকাশিত হল কৃষ্ণনগরে

Advertisement
Advertisement

অর্ণব মজুমদার, স্টিং নিউজ করেসপনডেন্ট, নদিয়াঃ মহাষ্টমীর দিনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হল নদিয়ার কৃষ্ণনগরে। ভারত সরকারের ডাকবিভাগের আয়োজনে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে প্রকাশিত হল প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের নামে বিশেষ পোস্টাল কভার। ওই বিশেষ পোস্টাল কভারের উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায়, নদিয়া নর্থ ডিভিশনের সুপারিনটেনডেন্ট অরূপ কুমার শীল, কলকাতা রিজনের পোস্ট মাস্টার জেনারেল নিরজ কুমার ও অ্যাসিসট্যান্ট ডিরেক্টর তুষার কান্তি চৌধুরী।


বীণা দাসকে ভারত সরকার পদ্মশ্রী দিলেও এতোদিনে তাঁর নামে কোনও স্মারক ডাকটিকিট ছিল না। এদিন তাঁর নামে স্পেশাল পোস্টাল কভার প্রকাশ করে ভারত সরকারের ডাক বিভাগ তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা জানাল।
এমন একটি অনুষ্ঠান নদিয়ার কৃষ্ণনগরের মাটিতে আয়োজন করার জন্য ভারতীয় ডাকবিভাগকে ধন্যবাদ জানিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক তমাল বন্দ্যোপাধযায় যিনি নিজেও একজন কৃষ্ণনগরের মানুষ।


তমাল বন্দ্যোপাধ্যায় বলেন, বীনা দাসের উপর এই স্পেশাল পোস্টাল কভার প্রকাশ করার জন্য দুর্গাঅষ্টমীর মতো নারী শক্তির উদ্বোধনের দিনকে বেছে নেওয়া হয়েছে। সেজন্য আমি ভারতীয় ডাক বিভাগকে কৃতজ্ঞতা জানাই।


উল্লেখ্য, বীণা দাস একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি কলকাতা ইউনিভার্সিটি কনভোকেশন হলে তৎকালীন বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের উপর পরপর পাঁচটি গুলি চালিয়েছিলেন। তিনি ইচ্ছে করেই লক্ষ্যভ্রষ্ট করেছিলেন নিজের প্রত্যেকটি শট। কারণ তাঁর লক্ষ্য ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত্তিভূমিতে আঘাত করা , কোনও ব্যক্তিকে নয়।


প্রসঙ্গত উল্লেখযোগ্য, তাঁর জন্ম নদিয়ার কৃষ্ণনগরে এবং তিনি ছিলেন কটক র‍্যাভেনশ কলিজিয়েট স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অগ্নিমন্ত্রে দীক্ষিত করা মহান শিক্ষক বেণীমাধব দাসের কন্যা। বীণা দাসের জন্মের সময় বেণীমাধব বাবু বদলি হয়ে এসেছিলেন কৃষ্ণনগর কলিজিয়েট স্কুলে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

18 hours ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

7 days ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

2 weeks ago

নারীর মর্যাদা রক্ষায় রাজ্যজুড়ে ‘অঙ্গীকার যাত্রা’—১৬ ডিসেম্বর কলকাতায় সমাপনী সমাবেশ

অর্ণব মজুমদার, স্টিং নিউজ, কৃষ্ণনগর: রাজ্যজুড়ে মহিলাদের আহবানে শুরু হয়েছে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’—এই মূলমন্ত্রকে…

2 weeks ago

ধুবুলিয়ায় জমজমাট ‘আরিয়া স্পোর্টস কাপ ২০২৫’, রুপসা কুইন তেহট্ট চ্যাম্পিয়ন

স্টিং নিউজ/ধুবুলিয়া: নদিয়ার ধুবুলিয়ার দেশবন্ধু হাই স্কুলের মাঠে গত বুধবার অনুষ্ঠিত হল এক বিশাল ক্রিকেট প্রতিযোগিতা ‘আরিয়া স্পোর্টস কাপ ২০২৫’।…

2 weeks ago

করিমপুর ব্লক–২ -এ স্ট্রিটলাইট প্রকল্প ঘিরে পোস্টার বিতর্ক, শাসক–বিরোধীর সংঘাত তীব্র

সমিরণ বিশ্বাস, স্টিং নিউজ, নদিয়া: নদিয়া জেলার করিমপুর ব্লক–২ এর দিঘলকাঁদি গ্রাম পঞ্চায়েতের দিঘলকাঁদি গ্রামে স্ট্রিটলাইট প্রকল্পকে কেন্দ্র করে নতুন…

3 weeks ago