Categories: Uncategorized

কালিগঞ্জে লালের স্মরণসভায় মহুয়ার মঞ্চে মনসুর

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিস: গতকাল রবিবার নদিয়ার কালিগঞ্জের পলাশীতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মঞ্চে দেখা গেল মনসুর সেখকে। এদিন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে কালিগঞ্জের তৃণমূল বিধায়ক প্রয়াত নাসির উদ্দিন আহমেদ (লাল) -এর স্মরণ সভার আয়োজন করা হয়। আর সেই স্মরণ সভা মঞ্চে যথারীতি আসন পেলেন মনসুর সেখ। যদিও তিনি কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে এখনও তৃণমূলে যোগ দেন নি। অনেকের মতে, মনসুর সেখের তৃণমূলে যোগ দেওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এর আগেও তাকে মুড়াগাছায় একটি অরাজনৈতিক মঞ্চে নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁর’ সাথে দেখা গিয়েছিল।

রাজনৈতিক মহল মনে করছে, মনসুর সেখ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ না দিয়েই যদি মহুয়ার সঙ্গে একই মঞ্চে আসন পেয়ে যান। তাহলে আগামীদিনে তৃণমূলে যোগ দিলে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মনসুর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন।

জানা গিয়েছে, মনসুর সেখ নিজের শত শত অনুগামীদের নিয়ে হাজির হন ওই স্মরণ সভায়। তিনি বলেন, ” আমি মহুয়া মৈত্রের কাছ থেকে একটি মেসেজ পাই। তিনি লোকজন নিয়ে স্মরণ সভায় উপস্থিত থাকার কথা বলেছিলেন। তাই আমি প্রায় ১০০টি ছোটো গাড়িতে করে এক হাজার লোক নিয়ে আমি এই স্মরণ সভায় যোগ দিতে এসেছি।”

সূত্রের খবর, কৃষ্ণনগর-২ নং ব্লকের বেশকিছু তৃণমূল নেতা মনসুর সেখের তৃণমূলে আসা আটকাতে মরিয়া হয়ে উঠেছেন। তাঁদের দাবি, মনসুর সেখকে কিছুতেই তৃণমূলে নেওয়া যাবে না। যারা তার তৃণমূলে আসা আটকাতে চাইছেন তারা বেশীর ভাগই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ঘনিষ্ঠ।

অন্যদিকে, মনসুর সেখ ইতিমধ্যে মহুয়াপন্থী বলে এলাকায় বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন। তিনি মহুয়ার হাত ধরেই তৃণমূলে প্রবেশ করতে চান বলে সূত্রের খবর।

রাজনৈতিক মহলের আরও দাবি, কৃষ্ণনগর-২ নং ব্লকে যারা তৃণমূল করেন তারা প্রায় সকলেই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের অনুগামী। মনসুর সেখ তৃণমূলে যোগ দিলে তিনি মহুয়ার অনুগামী হয়েই থাকবেন। ফলে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি চাপড়া, কালিগঞ্জ, নাকাশিপাড়ার মতই হবে। কেউ বিধায়ক পন্থী, কেউ সাংসদ পন্থী। পাশাপাশি, কৃষ্ণনগর-২ নং ব্লক তৃণমূলেও অন্য রাজনৈতিক মোড় নিতে পারে।

সূত্রের আরও খবর, যারা গত পঞ্চায়েত ভোটে কৃষ্ণনগর-২ নং ব্লকে তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছিলেন তারা মনসুরের নেতৃত্বে মহুয়াপন্থী হয়ে ফের তৃণমূলে ফিরবেন।

এখন দেখার বিষয়, মনসুর কবে, কোথায়, কিভাবে তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন !

উল্লেখ্য, মনসুরের বাড়ি ধুবুলিয়ার বটতলায়। তিনি গত পঞ্চায়েত ভোটে কৃষ্ণনগর-২ নং ব্লকের একটি জিলা পরিষদ আসনে তৃণমূলের নজরুল বিশ্বাসের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম…

18 hours ago

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

7 days ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

2 weeks ago

নারীর মর্যাদা রক্ষায় রাজ্যজুড়ে ‘অঙ্গীকার যাত্রা’—১৬ ডিসেম্বর কলকাতায় সমাপনী সমাবেশ

অর্ণব মজুমদার, স্টিং নিউজ, কৃষ্ণনগর: রাজ্যজুড়ে মহিলাদের আহবানে শুরু হয়েছে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’—এই মূলমন্ত্রকে…

2 weeks ago

ধুবুলিয়ায় জমজমাট ‘আরিয়া স্পোর্টস কাপ ২০২৫’, রুপসা কুইন তেহট্ট চ্যাম্পিয়ন

স্টিং নিউজ/ধুবুলিয়া: নদিয়ার ধুবুলিয়ার দেশবন্ধু হাই স্কুলের মাঠে গত বুধবার অনুষ্ঠিত হল এক বিশাল ক্রিকেট প্রতিযোগিতা ‘আরিয়া স্পোর্টস কাপ ২০২৫’।…

2 weeks ago

করিমপুর ব্লক–২ -এ স্ট্রিটলাইট প্রকল্প ঘিরে পোস্টার বিতর্ক, শাসক–বিরোধীর সংঘাত তীব্র

সমিরণ বিশ্বাস, স্টিং নিউজ, নদিয়া: নদিয়া জেলার করিমপুর ব্লক–২ এর দিঘলকাঁদি গ্রাম পঞ্চায়েতের দিঘলকাঁদি গ্রামে স্ট্রিটলাইট প্রকল্পকে কেন্দ্র করে নতুন…

3 weeks ago