Categories: রাজ্য

করিমপুর ব্লক–২ -এ স্ট্রিটলাইট প্রকল্প ঘিরে পোস্টার বিতর্ক, শাসক–বিরোধীর সংঘাত তীব্র

Advertisement
Advertisement

সমিরণ বিশ্বাস, স্টিং নিউজ, নদিয়া: নদিয়া জেলার করিমপুর ব্লক–২ এর দিঘলকাঁদি গ্রাম পঞ্চায়েতের দিঘলকাঁদি গ্রামে স্ট্রিটলাইট প্রকল্পকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। গতরাতে বুথ ৭৭ ও ৭৮-এ হঠাৎই কিছু পোস্টার দেখা যায়, যেখানে দাবি করা হয়েছে—প্রতিটি বুথে ২ লক্ষ টাকা ব্যয়ে ৮৫টি স্ট্রিটলাইট “নির্মাণ” করা হয়েছে। এই দাবি ঘিরেই শুরু হয়েছে তীব্র টানাপোড়েন।

গ্রামের বিজেপির নির্বাচিত সদস্য অভিযোগ করেন, তারা বিজেপির সদস্য হওয়ার কারণে ইচ্ছাকৃতভাবে তাদের এলাকায় উন্নয়নমূলক কাজ আটকে রাখা হচ্ছে। তাদের দাবি, বাস্তবে কোনো স্ট্রিটলাইট লাগানোই হয়নি, অথচ পোস্টারে ‘কাজ সম্পূর্ণ’ বলে ঘোষণা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিজেপি নেতৃবৃন্দ এবং ওই সদস্যের স্বামী জানান, তাঁরা বিষয়টি গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসে জানাবেন। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার কথাও বলা হয়।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, দিঘলকাঁদি গ্রাম পঞ্চায়েতে স্ট্রিটলাইট প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। পোস্টার টাঙিয়ে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি তাদের।

অভিযোগের জবাবে দিঘলকাঁদি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মণ্ডল স্বীকার করেন যে সাইনবোর্ডে ভুল হয়েছে। তবে দুর্নীতির অভিযোগ তিনি উড়িয়ে দেন।

তাঁর কথায়, “লেখায় ভুল হয়েছে, এটা মানছি। কিন্তু কাজ শুরুর আগে জিও-ট্যাগিং করতে হয়। এখানে কোনো দুর্নীতি নেই।”

তিনি আরও জানান, সময়সূচি ঠিক হলে এবং কাজ শুরু হলে স্থানীয় নির্বাচিত সদস্যদের স্বাক্ষর নিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় যেমন উন্নয়ন হচ্ছে, তেমনই দিঘলকাঁদিতেও হচ্ছে বলে দাবি তাঁর।


“বিরোধীরা এখানে হওয়া উন্নয়ন দেখতে পাচ্ছেন না,” মন্তব্য প্রধানের।

কার্তিকবাবু আশ্বস্ত করেছেন যে তিনি দিঘলকাঁদির মানুষের পাশে আছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

3 hours ago

নারীর মর্যাদা রক্ষায় রাজ্যজুড়ে ‘অঙ্গীকার যাত্রা’—১৬ ডিসেম্বর কলকাতায় সমাপনী সমাবেশ

অর্ণব মজুমদার, স্টিং নিউজ, কৃষ্ণনগর: রাজ্যজুড়ে মহিলাদের আহবানে শুরু হয়েছে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’—এই মূলমন্ত্রকে…

2 days ago

ধুবুলিয়ায় জমজমাট ‘আরিয়া স্পোর্টস কাপ ২০২৫’, রুপসা কুইন তেহট্ট চ্যাম্পিয়ন

স্টিং নিউজ/ধুবুলিয়া: নদিয়ার ধুবুলিয়ার দেশবন্ধু হাই স্কুলের মাঠে গত বুধবার অনুষ্ঠিত হল এক বিশাল ক্রিকেট প্রতিযোগিতা ‘আরিয়া স্পোর্টস কাপ ২০২৫’।…

3 days ago

SIR আবহে ফের অস্বস্তি — ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য নবদ্বীপে

অর্ণব মজুমদার, স্টিং নিউজ, নদিয়া: নদিয়ার নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডের একটি পরিত্যক্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র…

5 days ago

কৃষ্ণনগরে চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষীদের বেতন বন্ধ—অবিলম্বে বেতন চালুর দাবিতে বিক্ষোভ

অর্ণব মজুমদার, স্টিং নিউজ, নদিয়া: দীর্ঘ আট থেকে নয় মাস ধরে বেতন না পেয়ে চরম আর্থিক সঙ্কটে পড়েছেন সরকারি হাসপাতালগুলোর…

5 days ago

তিতলি সাহিত্য সম্মানে সম্মানিত বিশিষ্ট শিশু সাহিত্যিক ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায়

স্টিং নিউজ, নদিয়া: ধুবুলিয়ার মেঘছায়া ভবনে তিতলি পত্রিকার দপ্তরে এক স্নিগ্ধ অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট শিশু সাহিত্যিক ও গবেষক ড. পার্থজিৎ…

3 weeks ago