কৃষ্ণনগর পাবলিক স্কুলে শুরু উইন্টার ফিয়েস্তা ২০২৫, শনিবার গ্র্যান্ড ফিনালে

Advertisement
Advertisement

স্টিং নিউজ: শুক্রবার কৃষ্ণনগর পাবলিক স্কুলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক উৎসব ‘উইন্টার ফিয়েস্তা ২০২৫’। উৎসবের প্রথম দিনটি রঙিন পরিবেশ, শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও মনোমুগ্ধকর পরিবেশনায় ভরে ওঠে গোটা স্কুল চত্বর।

স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশনার মাধ্যমে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যকে সুন্দরভাবে তুলে ধরে। রাজস্থানী, পাঞ্জাবি, কাশ্মীরি ও বাঙালি সংস্কৃতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আবৃত্তি ও নাটকে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের শিল্পীসত্তার পরিচয় দেয়। এছাড়াও মনোমুগ্ধকর ছৌ নৃত্য পরিবেশন করা হয় এবং ঐতিহ্যবাহী বাংলা লোকগানের তালে নৃত্য পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা ফুটে ওঠে, যা অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। উৎসবের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে খ্যাতনামা সঙ্গীত জুটি সৌরেন্দ্র ও সৌম্যজিৎ-এর পরিবেশনা। তাঁদের গান প্রথম দিনের অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলে।

উইন্টার ফিয়েস্তা ২০২৫-এর দ্বিতীয় ও সমাপনী দিন অনুষ্ঠিত হবে শনিবার। সমাপনী দিনে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি প্রত্যাশিত। এই দিনে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী সোমলতা ও ‘দ্য এসেস’, যা উৎসবে বাড়তি আকর্ষণ যোগ করবে।

স্কুলের অধ্যক্ষ ড. শঙ্কর প্রসাদ দত্ত জানান, উইন্টার ফিয়েস্তার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলা।

অন্যদিকে স্কুলের ডিরেক্টর মিঃ অমিতাভ গুহ আশাবাদী যে, সমাপনী দিন উৎসবকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে এবং অংশগ্রহণকারী ও দর্শকদের মনে দীর্ঘদিনের স্মৃতি হয়ে থাকবে।

উল্লেখ্য, কৃষ্ণনগর পাবলিক স্কুল একটি সিবিএসই পাঠ্যক্রমভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করানো হয়। ২০১৬ সালের ৬ এপ্রিল অল্প সংখ্যক শিক্ষার্থী ও মাত্র নয়জন শিক্ষক নিয়ে স্কুলটির পথচলা শুরু হয়েছিল। বর্তমানে এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দুই হাজারেরও বেশি। নদিয়া জেলার কৃষ্ণনগরের পালপাড়া মোড়ে, জাতীয় সড়ক ১২-এর ধারে অবস্থিত এই স্কুলে আধুনিক শিক্ষার সব রকম সুযোগ-সুবিধা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent News

নাকাশিপাড়ায় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত, উদ্বোধন হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির নতুন ক্যাম্পাস

স্টিং নিউজ: নদিয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন হল।…

6 days ago

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…

2 weeks ago

নারীর মর্যাদা রক্ষায় রাজ্যজুড়ে ‘অঙ্গীকার যাত্রা’—১৬ ডিসেম্বর কলকাতায় সমাপনী সমাবেশ

অর্ণব মজুমদার, স্টিং নিউজ, কৃষ্ণনগর: রাজ্যজুড়ে মহিলাদের আহবানে শুরু হয়েছে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’—এই মূলমন্ত্রকে…

2 weeks ago

ধুবুলিয়ায় জমজমাট ‘আরিয়া স্পোর্টস কাপ ২০২৫’, রুপসা কুইন তেহট্ট চ্যাম্পিয়ন

স্টিং নিউজ/ধুবুলিয়া: নদিয়ার ধুবুলিয়ার দেশবন্ধু হাই স্কুলের মাঠে গত বুধবার অনুষ্ঠিত হল এক বিশাল ক্রিকেট প্রতিযোগিতা ‘আরিয়া স্পোর্টস কাপ ২০২৫’।…

2 weeks ago

করিমপুর ব্লক–২ -এ স্ট্রিটলাইট প্রকল্প ঘিরে পোস্টার বিতর্ক, শাসক–বিরোধীর সংঘাত তীব্র

সমিরণ বিশ্বাস, স্টিং নিউজ, নদিয়া: নদিয়া জেলার করিমপুর ব্লক–২ এর দিঘলকাঁদি গ্রাম পঞ্চায়েতের দিঘলকাঁদি গ্রামে স্ট্রিটলাইট প্রকল্পকে কেন্দ্র করে নতুন…

2 weeks ago

SIR আবহে ফের অস্বস্তি — ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য নবদ্বীপে

অর্ণব মজুমদার, স্টিং নিউজ, নদিয়া: নদিয়ার নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডের একটি পরিত্যক্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র…

2 weeks ago