স্টিং নিউজ সার্ভিস: খোলা আকাশের নিচে কৃষ্ণনগর স্টেশন প্রাঙ্গণে ২৩শে এপ্রিল ২০২৩ তারিখে রবিবার বিকেল ৫ টায় কৃষ্ণনগর জীবনের ঐকতান অনুষ্ঠিত করল পথ নাটক উৎসব। এক অসাধারণ নামকরন “স্টেশন থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৩” যা সকলের দৃষ্টি আকর্ষন করল। প্রায় ৫০ থেকে ৫৫ জন জীবনের ঐকতানের শিল্পী সহযোদ্ধারা ঢাক ঢোল বাজিয়ে উৎসবের শুভ সূচনা এ এক অভিনব প্রয়াস। একসাথে সকলের কন্ঠে ধ্বনিত হল
“আমরা দেবো বোবাকে ধ্বনি,
খোঁড়াকে দ্রুত ছন্দ।
অসম্ভবের পথে হেঁটেই
আমদের আনন্দ….।”
এর আগে কৃষ্ণনগর জীবনের ঐকতান গ্যারেজ নাটক,বন নাটক এবং কৃষ্ণনগর রবীন্দ্রভবনে আন্তর্জাতিক নাট্যোৎসব পালন করেছেন। এবার তারা স্টেশনের প্রাঙ্গণে “স্টেশন থিয়েটার ফেস্টিভাল ২০২৩, এ অনুষ্ঠিত করল চারটি পথ নাটক। প্রথম নাটক “কথা নাট্য সংস্থা”র প্রযোজনা “সাবান কেসে ময়লা”। রচনা ও নির্দেশনা- গণপতি নস্কর। দ্বিতীয় প্রযোজনা কৃষ্ণনগর জীবনের ঐকতান-এর ছাড়পত্র বিভাগ ধুবুলিয়ার পরিবেশ সচেতনতামূলক দ্বিতীয় প্রযোজনা -” অরণ্যের কান্না আর না”। রচনা ও নির্দেশনা- শুভ্রা রায়। তৃতীয় প্রযোজনা বিসর্গ নাট্য সংস্থার “কৌটো”।
প্রয়োগ- দ্বৈপায়ন। চতুর্থ দর্শনে কৃষ্ণনগর জীবনের ঐকতান-এর যেকোনো নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে প্রতিবাদ মূলক নাটক- “ড্রাগ কিলস লাইফ”। রচনা নির্দেশনা- শুভ্রা রায়। জীবনের ঐকতানের সম্পাদিকা শুভ্রা রায় বলেন- থিয়েটার সমাজ পরিবর্তনের হাতিয়ার আর কৃষ্ণনগর জীবনের ঐকতানের মেয়েরা প্রতিনিয়ত তাদের কাজের মধ্যে দিয়ে তার নমুনা তুলে ধরার চেষ্টা করে চলেছে সমাজের সামনে। কিছুটা হলেও যদি আমরা সমাজের কুদিকগুলির পরিবর্তন ঘটাতে পারি তবেই আমাদের পথচলা এবং সমাজ সচেতনতা মূলক নাটক করা সার্থক হবে । এ এক প্রশংসনীয় কর্মযজ্ঞ এবং সাহসী পদক্ষেপ কৃষ্ণনগর জীবনের ঐকতান নাট্যগোষ্ঠীর।
অর্ণব মজুমদার, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, নদিয়া: দোল উৎসবের দিন হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতির দেখা মিললো নদিয়ার কৃষ্ণনগরে। শুক্রবার একদিকে চলছে হিন্দুদের…
স্টিং নিউজ সার্ভিস: টোটোর সাথে স্করফিউয়ের ধাক্কায় মৃত্য হল এক শিশু সহ ৭ জনের। ঘটনায় জখম আরও অনেকে। শুক্রবার সকালে…
স্টিং নিউজ সার্ভিস: ১৩ মার্চ, বৃহস্পতিবার, নদিয়ার চাকদহের JRSET LAW কলেজে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। এই বিশেষ দিনে কলেজ প্রাঙ্গণ…
স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার চাকদহের JRSET LAW কলেজে মঙ্গলবার অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনালে অংশ নিতে দেখা যায়…
স্টিং নিউজ সার্ভিস: নদিয়ার চাকদহের JRSET ল কলেজে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এক ফুটবল টুর্নামেন্ট। এদিনের খেলায় কলেজের ছাত্রদের অংশগ্রহণ করতে…
স্টিং নিউজ সার্ভিস: পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী এবং সিবিআই (CBI) অফিসার উপেন বিশ্বাসের সল্টলেকের বাড়ির সামনে চাঞ্চল্যকর পরিস্থিতি। বেশ কিছু আইনজীবী…