Categories: রাজ্য

কালীগঞ্জের মীরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইবাদুর রহমানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Advertisement
Advertisement

স্টিং নিউজ সার্ভিস: নদীয়ার কালীগঞ্জ থানার মীরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ৯ ডিসেম্বর সোমবার অভিযোগ জানানো হয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে। কালীগঞ্জের ভুরুলিয়া গ্রামের বাসিন্দা শেখ মহম্মদ মাইনুল ইসলাম (৪২), একজন সাধারণ নাগরিক, অভিযোগ করেছেন যে তিনি চরম শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। মাইনুল ইসলামের অভিযোগ, ২ ডিসেম্বর ২০২৪ তারিখে বেলা ১১:৫৭ মিনিট নাগাদ জানকিনগর উত্তরপাড়া থেকে পলাশী ফুলবাগান মোড়ের দিকে যাওয়ার পথে এই নির্মম ঘটনাটি ঘটে।

ঘটনার দিন, মাইনুল ইসলাম মোটরবাইকের পিছনে চেপে যাচ্ছিলেন। পথিমধ্যে মীরা বাজারের বুলেট হোটেলের কাছে পৌঁছালে তিনি লক্ষ্য করেন যে, পুলিশ লরি চালকদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করছে। তিনি দাবি করেন, পুলিশ সন্দেহ করে যে তিনি মোবাইলে এই ঘটনার ভিডিও রেকর্ড করছিলেন। কিন্তু পুলিশ মোবাইল ঘেঁটেও এমন কোনো ভিডিও পায় নি বলে মইনুলের দাবি।  

অভিযোগ অনুসারে, এক পুলিশ আধিকারিক অরুন কুমার দে তার মোবাইল কেড়ে নেন এবং তাকে মারধর শুরু করেন। পরে তাকে থানায় নিয়ে গিয়ে আরও শারীরিক নির্যাতন করা হয়। মাইনুলের অভিযোগ, ফাঁড়ির আরও দুই পুলিশকর্মী সঞ্জয় ঘোষ এবং ফাঁড়ির ইনচার্জ ওবাইদুর রহমান ওরফে ইবাদুর রহমান লাথি সহ নানাভাবে ব্যাপক মারধোর করে। বিশেষ করে লাথি মারেন মাইনুলের দুই কানে।  

অভিযোগকারী মাইনুল ইসলাম ( নীল জ্যাকেট, গলায় মাফলার), ডানদিক থেকে দ্বিতীয় জন

নির্যাতনের ফলে গুরুতর আহত অবস্থায় মাইনুল ইসলামকে স্থানীয় মীরা পি.এইচ.সি-তে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার অবস্থার গুরুত্ব বুঝতে ব্যর্থ হন এবং জেলা হাসপাতালে স্থানান্তর না করেই তাকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফিরে যাওয়ার পর, মাইনুল ইসলাম তার কানে রক্তপাত এবং শ্রবণশক্তি হ্রাস অনুভব করেন। তার পরিবার তাকে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে পুলিশ সেখানেও হুমকি দিয়ে তাদের চলে যেতে বাধ্য করে। পরে, পরিবারের সদস্যরা তাকে বহরমপুর নিবেদিতা নার্সিংহোমে ভর্তি করেন, যেখানে চিকিৎসকরা জানান, তার দুই কান স্থায়ীভাবে ৭৫% ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাইনুল ইসলাম স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন। কিন্তু তার দাবি, থানার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তাকে এবং তার পরিবারকে ভীতি প্রদর্শন করা হচ্ছে। এই ঘটনার পর, এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দোষী পুলিশকর্মীদের শাস্তি এবং মাইনুল ইসলামের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়ে স্থানীয়রা প্রশাসনের প্রতি প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে, মীরা ফাড়ির ইনচার্জ এবাদুর রহমান স্টিং নিউজকে বলেন, ওকে কোনো মারধোর করা হয়নি। ওর অভিযোগ থাকলে অভিযোগ করুক। আমার রিপোর্ট আমি দেবো। আমি ওর মেডিলক্যাল করিয়েছি। মারধোর করলে তো মেডিক্যালে ধরা পড়তো।

এ ঘটনায় এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে, সাধারণ মানুষের বিশ্বাস, পুলিশ সুপার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করবেন এবং নির্যাতনের শিকার ব্যক্তিকে ন্যায়বিচার দেবেন।

অভিযোগ পত্র:

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Recent Posts

কৃষ্ণনগর পাবলিক স্কুলে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মজয়ন্তীতে বাংলা ভাষার আলোচনাচক্র

স্টিং নিউজ, কৃষ্ণনগর: সমগ্র বিশ্বের দরবারে যিনি বাংলা সাহিত্যকে বিভিন্ন আঙ্গিক থেকে শ্রেষ্ঠত্বের দরবারে পৌঁছে দিয়েছেন আজ শনিবার তাঁর জন্মদিন।…

2 months ago

তীব্র দাবদাহে রক্ত সংকটে পাশে ধুবুলিয়া কসমস ক্লাব, মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও ত্রিপল বিতরণ

স্টিং নিউজ, নদিয়া: প্রচণ্ড গরমে রাজ্যের বিভিন্ন হাসপাতালে যখন রক্ত সংকট দেখা দিয়েছে, ঠিক সেই সময় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

4 months ago

নদিয়ার হোগলবেড়িয়া থানার অভিযানে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার, ধরা পড়ল এক পাচারকারী

স্টিং নিউজ সার্ভিস: নদিয়া জেলার হোগলবেড়িয়া থানার পুলিশ শনিবার রাতে এক বড় ফেনসিডিল পাচারের চেষ্টা রুখে দিয়েছে। হোগলবেড়িয়ার নমোপাড়া এলাকায়…

4 months ago

নদিয়ায় প্রায় ৩ কেজি হেরোইন উদ্ধার, পলাশীপাড়া থানায় গ্রেফতার ১

স্টিং নিউজ সার্ভিস: অবৈধ মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল পলাশীপাড়া থানার পুলিশ। বৃহস্পতিবার কাবলিখালি ব্রিজ এলাকায় চালানো এক অভিযানে…

4 months ago

দোল উৎসবের দিন হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতির দেখা মিললো কৃষ্ণনগরে

অর্ণব মজুমদার, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, নদিয়া: দোল উৎসবের দিন হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতির দেখা মিললো নদিয়ার কৃষ্ণনগরে। শুক্রবার একদিকে চলছে হিন্দুদের…

6 months ago

চাপড়ায় টোটোর সাথে স্করফিউয়ের ধাক্কা, মৃত ৭, আহত অনেকে

স্টিং নিউজ সার্ভিস: টোটোর সাথে স্করফিউয়ের ধাক্কায় মৃত্য হল এক শিশু সহ ৭ জনের। ঘটনায় জখম আরও অনেকে। শুক্রবার সকালে…

6 months ago