স্টিং নিউজ সার্ভিস: ২৬ শের বিধানসভা ভোটের আগে নদিয়ার কৃষ্ণনগর ২নং ব্লকে তৃণমূল কংগ্রেসের জমি আরও শক্ত হল। শনিবার সন্ধ্যায় নওপাড়া-২ নং অঞ্চলে বিজেপি ও সিপিআই(এম-এল) সহ বিভিন্ন দল থেকে প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। জানা গিয়েছে, নওপাড়া-২ -এর তৃণমূলের অঞ্চল সভাপতি জাহির মন্ডলের নেতৃত্বে এই সাফল্য এসেছে।
যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জিলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, কৃষ্ণনগর-২ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় মুখার্জী, কৃষ্ণনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুচিত্রা বিশ্বাস, নওপাড়া-২ অঞ্চল সভাপতি জাহির মন্ডল সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। এদিন সোনাতলা সর্দারপাড়ার এই অনুষ্ঠানে যোগ দেন ৩৭ নং বুথের বিজেপি সভাপতি অরুণ হাজরা, প্রাক্তন সিপিআই(এম-এল) সদসয সেন্টু হাজরা, সিপিআই(এম-এল) কর্মী শোভা হাজরা সহ শতাধিক কর্মী-সমর্থক।
এদিন, তৃণমূলের অঞ্চল সভাপতি জাহির মন্ডল স্টিং নিউজকে বলেন, “আজ বিজেপি ও সিপিআই(এম-এল) সহ বিভিন্ন দল থেকে প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন। সোনাতলা, রূপদহ, পাথরাদহ, চুয়াখালি, কালিনগর, চরমহৎপুর গ্রাম থেকে মানুষেরা আসেন তৃণমূলে যোগ দিতে। মূলত মমতা ব্যানার্জীর উন্নয়নে সামিল হতে।”
অন্যদিকে, রাজনৈতিক ওয়াকিমহলের ধারণা, অঞ্চল সভাপতি জাহির মন্ডল যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাতে গত পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল থেকে যারা বিমুখ হয়েছিলেন, এবার তারাও ফের তৃণমূলে ফিরে আসবেন।
মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও জাহির মন্ডলের উপরেই ভরসা রাখছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। গত পঞ্চায়েত ভোটে যেভাবে নওপাড়া-২ অঞ্চলে জাহির মন্ডল তৃণমূলের ধ্বসকে সামাল দিয়ে সাফল্য এনে দিয়েছিলেন তাতেই তার প্রতি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ভরসা আরও দ্বিগুন হয়ে যায়। এমনই ধারনা অনেকের। ব্লক তৃণমূলের মুখেও জাহিরের নেতৃত্বের প্রশংসা শোনা যায় প্রায়ই।
স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার…
অর্ণব মজুমদার, স্টিং নিউজ, কৃষ্ণনগর: রাজ্যজুড়ে মহিলাদের আহবানে শুরু হয়েছে নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’—এই মূলমন্ত্রকে…
স্টিং নিউজ/ধুবুলিয়া: নদিয়ার ধুবুলিয়ার দেশবন্ধু হাই স্কুলের মাঠে গত বুধবার অনুষ্ঠিত হল এক বিশাল ক্রিকেট প্রতিযোগিতা ‘আরিয়া স্পোর্টস কাপ ২০২৫’।…
সমিরণ বিশ্বাস, স্টিং নিউজ, নদিয়া: নদিয়া জেলার করিমপুর ব্লক–২ এর দিঘলকাঁদি গ্রাম পঞ্চায়েতের দিঘলকাঁদি গ্রামে স্ট্রিটলাইট প্রকল্পকে কেন্দ্র করে নতুন…
অর্ণব মজুমদার, স্টিং নিউজ, নদিয়া: নদিয়ার নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডের একটি পরিত্যক্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র…
অর্ণব মজুমদার, স্টিং নিউজ, নদিয়া: দীর্ঘ আট থেকে নয় মাস ধরে বেতন না পেয়ে চরম আর্থিক সঙ্কটে পড়েছেন সরকারি হাসপাতালগুলোর…