প্রিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর।শুক্রবার ঘটনাটি ঘটেছে চোপড়া থানার হাপতিয়াগছ এলাকার ফলব্রীজ রাজ্য সড়কে।মৃত ব্যাক্তির নাম যোগিদ টিগ্গা(৩০)।বাড়ি হাপতিয়া গ্রামপঞ্চায়েতের সেমেন্ট্রি ক্যাম্প এলাকায়।জানাগিয়েছে আজ সকালে চোপড়ার সেমেন্ট্রি ক্যাম্প এলাকার এক বাসীন্দার সাথে যোগিদ টিগ্গা বাইক নিয়ে ভৈষপীটা যাচ্ছিল বাজার করতে।
কিন্তু ফলব্রীজ এলাকায় বাইকটি নিয়ন্ত্রন হাড়িয়ে রাস্তার এক ইলেকট্রি পিলারের সাথে ধাক্কা মারলে ঘটনা স্থলে মারা যায় যোগিদ টিগ্গা।গুরুতর আহত হয় আরো একজন।স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে আহত ব্যাক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চোপড়ার দলুয়া স্বাস্থকেন্দ্রে নিয়ে যায়।এই ঘটনায় চোপড়ার সেমেন্ট্রি এলাকায় শোকের ছায়া নেমেছে