সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: শিশুদিবস উপলক্ষে সোদপুর গুরুনানক ডেন্টাল কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ । ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইডিএ এবং গুরুনানক ডেন্টাল কলেজের তরফে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।
যেখানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডাক্তার শুভ্র নন্দী, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ডাক্তার রাজু বিশ্বাস, গুরুনানক ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ডাক্তার জয়ন্ত ভট্টাচার্য্য, সহ বিশিষ্ট জনেরা । শিশু দিবস উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় আঁকা প্রতিযোগিতা সহ আলোচনা সভার আয়োজন করা হয় । শিশুদের দাঁতের সুরক্ষা কীভাবে করা হবে তা নিয়ে বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষ জানানো হয়।