কল্যাণ অধিকারী: বেড়াবেড়ি, বাজেমেলিয়া, সিংহেরভেড়ি নিয়ে সিঙ্গুর। তবুও এসব এলাকা ছেড়ে রতনপুর থেকেই মিছিল শুরু করতে হল কেন ?
তবে কি এটাই ঠিক আমি শুধু চেয়েছি তোমায় ‘সিঙ্গুর’।
কৃষক সংজ্ঞা টাও বদলে গিয়েছে। এতকাল তামাটে পিঠে শিরা ওঠা শক্ত হাতে ফসল ফলানো কৃষক দের দেখেছে বাংলা। এবার নতুন চিত্র মেকি কিছু কৃষকদের হাতে স্মার্টফোন। দেমাকি সেলফি। মাঝেমধ্যে চলে ভিডিও কল।
রক্তক্ষয়ী মেহনতি লড়াই করে আসা বামেদের তবে কি পরিবর্তন হচ্ছে? শুরুটা হয়তো সেই ঋতব্রতর লাখ টাকার পেন, দামি চশমা, অ্যাপেল ঘড়ি ইত্যাদি। যদিও পলিটব্যুরোও এ সবের কোনকালেই সাপোর্ট করেনি। যুগের পরিবর্তন এসেছে। জিও কেরামতি দেখিয়েছে সত্যিই কেরামতি। লাল ঘেরাটোপে সেলফি পলকে পৌঁছে যাচ্ছে ফেসবুকের পাতায়।
তবুও সিঙ্গুর ছোঁয়া লাগানো আন্দোলনের জয় হল। মাথায় গামছা বাধা অবস্থায় পা মিলিয়ে চলা কৃষক দেখলো অন্য কৃষকদের। সাদা হাতে, গাল ভরা দাড়িতে, হেটে চলা খোকা বাবুদের। এরাই শতাধিক হয়ে আগলে রাখলো সূখোভ লাল ঝান্ডা কে।