সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: ব্যারাকপুর গাঁজা গলি শহিদ মঙ্গল পাণ্ডে সরণিতে মঞ্জুলিকা অ্যাপার্টমেন্টের চারতলা ফ্ল্যাট থেকে উদ্ধার ওই ফ্ল্যাটেরই বাসিন্দা দেবাশীষ রায়ের মৃতদেহ।
দেবাশীষ বাবু ব্যবসা করতেন, বয়স প্রায় পঞ্চান্ন বছর।
আজ তার ফ্ল্যাটে কাজের লোক এসে ডাকাডাকি করেও না পেয়ে আশেপাশের ঘরে জানালে তাঁরা পুলিশে খবর দেয়। টিটাগড় থানার পুলিশ এসে ঘরের মধ্যে থেকেই রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ডাঃ বি.এন.বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
মাঝের মধ্যেই দেবাশিসবাবু মদ্যপ অবস্থায় ফ্ল্যাটে আসতেন বলে জানান তাঁর ফ্লাটের অন্যান্য আবাসিকরা। কি কারণে এই ব্যক্তির মৃত্যু তার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ।