সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আয়োজিত জলতরঙ্গ কাপের খড়দহ থানার খেলার ফাইনাল আয়োজিত হল খড়দহ বিবেকানন্দ স্টেডিয়ামে।
এদিন ফাইনাল খেলায় ফুটবলারদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল সুনীল কুমার চৌধুরী,ডিসি জোন ২ আনন্দ রায়,দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায়, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ,প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায়, চিন্ময় চট্টোপাধ্যায়,কুমারেশ ভাওয়াল,মহঃ মুকিম সহ
বিশিষ্ট জনেরা।
নগরপাল সুনীল কুমার চৌধুরী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, জলতরঙ্গ কাপ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আয়োজিত হচ্ছে যেখানে ব্যারাকপুর কমিশনারেটের ১২টি থানার ১২০টি দল অংশগ্রহণ করছে এর মধ্যে সেরা দলগুলিকে নিয়ে কমিশনারেটের খেলা হবে বিজয়ী দলকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
নগরপাল আরও বলেন, আমাদের দুটি উদ্দেশ্য একটি খেলাধুলোর মাধ্যমে মানুষকে আরও পুলিশের কাছাকাছি আনা এবং অপরটি যাদের মধ্যে প্রতিভা আছে তাদের এই সমস্ত খেলার মাধ্যমে তুলে আনা আরও বড় স্তরে।
সাংসদ সৌগত রায় বলেন, পুরো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জুড়ে খেলা হচ্ছে। এটা খুবই ভালো উদ্যোগ, এটায় সাধারন মানুষের অসাধারণ উৎসাহ।
এই যে পুলিশ এমন খেলা আয়োজন করছে পুলিশ মানুষের থেকে ধন্যবাদ পাচ্ছেন যারা ক্লাবে আছে তারা উৎসাহ পাচ্ছে ।
এর পুরো কৃতিত্ব মুখ্যমন্ত্রীর। তিনি শুধু কাপটা করতে বলেছেন, এমন নয় প্রতি ক্লাবকে ১০হাজার টাকা করে দিচ্ছেন যার ফলে ক্লাব গুলি খুব উৎসাহ পাচ্ছে এর ফলে খুব ভালো খেলা হচ্ছে।
খড়দহ থানার জলতরঙ্গ কাপের ফাইনালে জিসি রোড কোচিং ক্লাবকে ট্রাইব্রেকারে হারিয়ে সোদপুর ক্লাব জয় লাভ করে।
খড়দহ থানায় আয়োজিত এই খেলায় ২ তারিখ থেকে শুরু হয়। খেলায় পৌরহিত্য করেন খড়দহ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়।