মনিরুল হক, কোচবিহারঃ দুধ সংরক্ষণ করতে হিমঘর গড়ে তোলা সহ ১৭ দফা দাবীতে জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল কোচবিহার জেলা যাদব সভা। আজ জেলা শাসকের দফতরে জমায়েত হয়ে স্মারকলিপি দেয় ওই সংগঠন। তারা যাদবদের উন্নয়নের জন্য পৃথক পর্ষদ গড়ে তোলার দাবি জানায়।
তেমনি তপশিলি জাতি, উপজাতি ও ওবিসিদের মত বেশ কিছু সুবিধার দাবি জানিয়েছে ওই সংগঠন। মূলত কোচবিহারের গ্রামাঞ্চলে আজও প্রচুর পরিমাণ দুধ উৎপাদন হয়। ওই দুধ সংগ্রহ করে শহরে মিষ্টি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। কোন কারনে উৎপাদন বেশী হলে বা বিক্রি না হলে তা সংগ্রহ করে রাখার মত ব্যবস্থা এই জেলায় নেই।
তাই এদিন স্মারকলিপি দিয়ে দুধ সংরক্ষণের জন্য হিমঘরের দাবি জানায় ওই সংগঠন।
সংগঠনের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, “আমরা এই মুহূর্তে উন্নয়ন পর্ষদ গড়ার দাবিকে বেশী গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি অন্যান্য দাবি গুলো নিয়েও জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে যাদব সমাজ।”