নিজস্ব সংবাদদাতা, দিঘা: দিঘায় ৩০০কেজি ওজনের শংকর মাছ শুক্রবার সাত সকালে পুর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় এক বিশালাকার শংকর মাছ বিক্রীর জন্যে হাজির হয় ।উড়িষ্যার পারাদ্বীপের এক মৎস্যজীবির জালে ধরা পড়ে ৩০০ কেজির বেশি ওজনের শংকর মাছ ।তিনি সেই মাছ দিঘা মোহনায় মাছের আড়তে বিক্রীর জন্যে নিয়ে আসেন। ৩৫ হাজার টাকায় মাছটি বিক্রী হয়েছে।
দিঘা মোহনা ফিসারম্যান এণ্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের থেকে জানা গিয়েছে, দিঘায় প্রায় ২৫-৩০ কেজি ওজনের শংকর মাছ এলেও, এতো বড় ওজনের শংকর মাছ কখনো ওঠেনি।