Breaking News
Home >> Breaking News >> কোলাঘাটে দূর্গাপূজো একপ্রকার শুরু

কোলাঘাটে দূর্গাপূজো একপ্রকার শুরু

প্রসূন ব্যানার্জী,কোলাঘাটঃ এবছর মহালয়ার আগের দিন থেকেই এই প্রথম কোলাঘাটে দূর্গাপূজোর মন্ডপ ও প্রতিমা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো।কোলাঘাট স্কুলমাঠে এভারগ্রীন সোশ্যাল এন্ড কালচারাল অরগানাইজেশনের পূজোর এবছর এই নতুনত্ব রাখায় ভিড় জমতে শুরু করেছে মন্ডপে।

আর মহালয়ার আগেরদিন থেকেই কোলকাতার নামকরা অভিনেতা অভিনেত্রীদের থাকছে অনুষ্ঠান।আর সাথে বাড়তি পাওনা মেলা।সবমিলিয়ে এখন থেকেই জমজমাট কোলাঘাট।এখানে প্রতিমা ডাকের গহনায় সুসজ্জিত,সাবেকীয়ানার ছোঁয়া প্রতিমার মধ্যে।আর মন্ডপ একটি জমিদারী বাড়ির আদলে করা হয়েছে।তবে এই প্রথম কোন পূজো কমিটি মহালয়ার আগের দিন থেকেই দূর্গাপূজোর মন্ডপ ও প্রতিমা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো।

এছাড়াও চেক করুন

শীতের আগে ঝাড়গ্রামবাসীকে আনন্দ দিতে হাজির কোহিনুর সার্কাস

ঝাড়গ্রাম:- ঝাড়গ্রামে শুরু হলো কোহিনুর সার্কাস। আগামী একমাস দুপুর ১টা , বিকেল ৪টা ও সন্ধ্যা …

Leave a Reply

Your email address will not be published.