Breaking
27 Oct 2025, Mon

নদিয়ার চাপড়ায় শুরু হতে চলেছে লাখ টাকার ক্রিকেট কলিঙ্গ কাপ

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: রাজ্যের চারিদিকে যখন বিভিন্ন গ্রামগঞ্জে শীতের মরসুম জুড়ে চলছে নকআউট ফুটবল প্রতিযোগিতা, ঠিক তারই মাঝে এক বিরাট ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করল নদীয়ার চাপড়ার কলিঙ্গ পূর্বপাড়া দিশারী ক্লাব। আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ এই খেলা শুরু হয়ে চলবে ১৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ১৬ টি দল এই খেলায় অংশগ্রহণ করবে।

এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে কলিঙ্গ কাপ, যার প্রথম পুরুষ্কার ১ লক্ষ ৫ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি। দ্বিতীয় পুরুষ্কার ৮০ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি। খেলাটি হবে ক্যামব্রিজ বলে। ১০/১০ ওভারের এই খেলায় থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার। হ্যাট্রিক করলে নগদ টাকা আবার পর পর তিনটি ছয় মারলে নগদ টাকা। ম্যান অব দ্যা সিরিজ পাবে এলইডি টিভি। এই খেলা ঘিরে চাপড়া সহ পার্শ্ববর্তী এলাকার ক্রীড়া প্রেমী মানুষের মধ্যে উন্মাদনা দেখা দিচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement
Developed by